ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোবিপ্রবিতে শূন্য আসনে ভর্তি ৬ মার্চ

প্রকাশিত: ০৫:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

নোবিপ্রবিতে শূন্য আসনে ভর্তি ৬ মার্চ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৬ ফেব্রুয়ারি ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর শূন্য আসনে আগামী ৬ মার্চ থেকে ভর্তি শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওইদিন সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও আনুষঙ্গিক ফি ২৩ হাজার টাকাসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব প্রফেসর মোঃ মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ গ্রুপের পরিসংখ্যান বিভাগে ২২ এবং ‘বি’ গ্রুপের ‘ইএসডিএম’ ও ‘ওশানোগ্রাফি বিভাগে’ ৩০টি আসন খালি আছে। খালি আসনগুলোতে ‘এ’ গ্রুপের অপেক্ষমাণ তালিকা ১৫০৬-২৫০৫ পর্যন্ত এবং ‘বি’ গ্রুপে অপেক্ষমাণ তালিকা ১৬৫১-৩০০০ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : িি.িহংঃঁ. বফঁ.নফ-তে দেয়া হয়েছে।
×