ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাকার গুডস হিলের বাসা থেকে গ্রেফতার ৮ জন জেলহাজতে

প্রকাশিত: ০৫:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সাকার গুডস হিলের বাসা থেকে গ্রেফতার ৮ জন জেলহাজতে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-ে দ-িত সালাউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাড়ি থেকে আটক, যুবদল ও ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে এই ৮ জনসহ মোট ১৬ জনকে ওই বাসভবন থেকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে গুডস হিলের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে গোপন বৈঠক চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে তথ্য মেলে। মোট ১৬ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে। কারণ, বয়সে তারা কিশোর। বাকি ৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে তাদের আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদনও করা হয়েছে। আদালতের আদেশে রবিবারই তাদের কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত, গ্রেফতার এ ৮ জনের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকসহ নেতৃস্থানীয় কয়েকজন রয়েছে। তাদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। গুডস হিলে অভিযানকালে বাসায় ছিলেন সাকা চৌধুরীর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, আটক সকলেই নিরীহ। ঢাকা থেকে তিনি এসেছেন জেনে তারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। একটি মাইক্রোবাসযোগে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।
×