ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জনসভায় যোগ দিতে দুপুরের মধ্যেই নওগাঁ শহর ফাঁকা

প্রকাশিত: ০৫:২২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

জনসভায় যোগ দিতে দুপুরের মধ্যেই  নওগাঁ শহর ফাঁকা

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ রবিবার বিকেলে নওগাঁ জেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বগুড়ার সান্তাহার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে সাফল্য-ম-িত করতে নওগাঁ জেলাবাসীর স্বতঃস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ-উল্লাসের অন্ত ছিল না। সকাল থেকেই নওগাঁ অঞ্চলের মানুষজন ছুটতে থাকে সান্তাহারের দিকে। নিরাপত্তার স্বার্থে এবং রাস্তায় যানজট সৃষ্টি যাতে না হয়, সেই লক্ষ্যে এদিন ভোর থেকেই রাস্তায় পুলিশী তৎপরতা ছিল নিñিদ্র। সভাস্থলের অন্তত ২ কিমি এলাকা ঘিরে স্থাপন করা হয় পুলিশ-র‌্যাবের চেকপোস্ট। সান্তাহারে রাস্তায় যান চলাচল বন্ধ থাকলেও মানুষজন হেঁটেই ছুটে যান, তাদের প্রাণপ্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য এবং তার মুখের কথা শোনার জন্য জন্য। নওগাঁ সদর, রানীনগর, আত্রাই, মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পতœীতলা, বদলগাছী ও ধামইরহাট উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও প্রত্যন্ত গ্রামের মানুষ ট্রাক, বাস, ভটভটি, ভ্যানযোগে ছুটে আসেন সান্তাহারে। দুপুর ১২টায় জননেত্রী শেখ হাসিনা সান্তাহারে হেলিকপ্টার থেকে অবতরণ করে দক্ষিণ এশিয়ার প্রথম ও বৃহৎ মাল্টিস্টোরিড ওয়্যারহাউসসহ (খাদ্যশস্য সাইলো) বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করেন এবং বিকেল ৩টা ৫০ মিনিটে জনসভায় বক্তব্য শুরু করে সাড়ে ৪টায় বক্তব্য শেষ করেন। কিন্তু নওগাঁর মানুষজন সকাল থেকেই সান্তাহারে যাওয়া শুরু করেন। দুপুর ১২টার মধ্যেই নওগাঁ শহর প্রায় জনশূন্য হয়ে পড়ে। যানবাহন চলাচল এবং দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে শেখ হাসিনার সান্তাহারে আগমন উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো নওগাঁ শহর থেকে সান্তাহার সড়কে বিপুলসংখ্যক সুদৃশ্য তোরণ নির্মাণ করে। জনসভা সফল করতে প্রচারের জন্য নওগাঁ জেলা আওয়ামী লীগ এবং জেলার ৬টি আসনের এমপিদের নিরলস প্রচেষ্টার কোন কমতি ছিল না। পাশাপাশি নিরাপত্তা রক্ষায় নওগাঁ জেলা পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়া নওগাঁ জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, সওজ, ফায়ার সার্ভিসসহ সরকারী প্রতিটি দফতর ছিল সদা সতর্ক। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর ওপর নবনির্মিত ঢালাই সেতু রবিবার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্তাহারের জনসভায় যোগ দিতে জেলার পোরশা, সাপাহার, নিয়ামতপুর উপজেলাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি উপজেলার কয়েকশ’ আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী বহনকারী বাস-ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ অসংখ্য মোটরসাইকেল ঝুঁকিমুক্ত হয়ে পারাপার হয় ওই ঢালাই সেতুর ওপর দিয়ে। স্থানীয় এমপি ছলিমউদ্দীন তরফদারের নির্দেশে শুধু এদিনের জন্য সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই খুলে দেয়া হয় বলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান।
×