ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসামি ধরে ফেরার পথে পুলিশের ওপর হামলা ॥ আহত তিন

প্রকাশিত: ০৫:২১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আসামি ধরে ফেরার পথে পুলিশের ওপর হামলা ॥ আহত তিন

সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি ॥ মীরসরাইয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসী হামলায় এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আহতরা হলেন মীরসরাই থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম পিপিএম, কনস্টেবল হাসনাত ও আনসার সদস্য মুজিবুর রহমান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় শাহ আলম ও মোঃ সেলিম নামে দুইজনকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান, শনিবার রাতে পুলিশের একটি দল গড়িয়াইশ এলাকায় চেক প্রতারণার মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হক সাহেবকে গ্রেফতার করতে যায়। আসামি হক সাহেবকে ধরে নিয়ে আসার পথে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান মাইকে পুলিশকে ডাকাত বলে মাইকিং শুরু করলে মুসল্লি ও স্থানীয় লোকজনের হামলার শিকার হয় পুলিশ সদস্যরা। এ সময় এসআই শফিকুলসহ এক পুলিশ সদস্য আহত অবস্থায় ছুটে আসতে পারলেও স্থানীয় লোকজন আনসার সদস্য মুজিবুর রহমানকে আটক করে রাখে। পরে মীরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
×