ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৭

প্রকাশিত: ০৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সীতাকু-ে পুলিশ কনস্টেবল, সাতক্ষীরায় প্রবাসী, দিনাজপুরে দুই পথচারী, বাগেরহাটে টেম্পো চালক ও টাঙ্গাইলে ট্রাকযাত্রী, লক্ষ্মীপুর এ যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : সীতাকু-, চট্টগ্রাম ॥ শিব চতুদর্শী মেলার দায়িত্ব শেষ করে ডিবি পুলিশকে বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে মোস্তফা জামাল (৩০) নামে পুলিশ নিহত হয়েছে। এ সময় মাইক্রোবাসের আরোহী ডিবি পুলিশের এক পরিদর্শকসহ ১০ জন আহত হয়েছে। নিহত পুলিশ ফরিদপুর জেলার মকসুদপুর এলাকার বলে জানা যায়। শনিবার রাতে মেলা শেষ করে চন্দ্রনাথ মন্দিরের পাহাড় থেকে ইকোপার্ক হয়ে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সনাতনী হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় তীর্থস্থান খ্যাত সীতাকু-ের চন্দ্রনাথ মন্দিরে তিন দিনব্যাপী শিব চতুদর্শী মেলা শেষ করে পাহাড়ী পথ হয়ে মূল সড়কে আসার সময় ডিবি পুলিশের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি সড়কের পাশে পাহাড়ের খাদে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অন্যদের রক্ষা করে। সাতক্ষীরা ॥ সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন সরদার বুলু (২৭) নামের সিঙ্গাপুর প্রবাসী নিহত হয়েছে। সে তালা উপজেলার কুমিরা গ্রামের আফতাব সরদারের ছেলে। রবিবার দুপুরে কুমিরা মাইকেল মধুসদন সড়কের বাবুর পুকুর নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। দিনাজপুর ॥ ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথচারীসহ ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রবিবার বেলা ১২টায় ফুলবাড়ীর লক্ষ্মিপুরে দুর্ঘটনায় গাড়ি চাপায় ২ জন নিহত হয়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হয়। ঘটনার পর রাস্তার দু’দিকে দূর পালার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক প্রায় ২ ঘণ্টা আটকা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাস (রুমাইয়া পরিবহন বগুড়া-জ-০৪-০০৫২) ফুলবাড়ী থেকে বিরামপুর যাওয়ার পথে বাস চালক মোবাইলে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুলবাড়ী উপজেলার লক্ষ্মিপুরে রাস্তার পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে পথচারী ফুলবাড়ী উপজেলার কিসমত লালপুর গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী পশুরাম (৬০) এবং অজ্ঞাত (২০) নিহত হয়। বাগেরহাট ॥ দড়াটানা ব্রিজের কাছে বালু বোঝাই ট্রলি ও পানবাহী টেম্পোর সংঘর্ষে জলিল সেখ (৫৫) নিহত ও তিনজন আহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল সেখ টেম্পো চালক। তিনি কচুয়ার চন্দ্রপাড়া গ্রামের মেছের সেখের ছেলে। আহতরা হলেন- কচুয়ার মসনি গ্রামের সোহরাব ডাকুয়া, কচুয়া সদরের ডাবলু সিকদার ও বাগেরহাট সদর উপজেলার এছাহাক খান। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর বাইপাস এলাকার চোরজানা এলাকায় রবিবার সকালে দুই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় কয়লাভর্তি অপর একটি ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কয়লাভর্তি ট্রাকের অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। লক্ষ্মীপুর ॥ ইট বোঝাই পিকআপ ভ্যানচাপায় শোভন নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর শহরের সিটি হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন স্থানীয় নূর বেকারির ম্যানেজার ছিলেন। তিনি পৌর শহরের সমশেরাবাদ এলাকার তোফায়েল আহম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বেকারি থেকে বের হয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় ইট বোঝাই পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
×