ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

ইয়াবা বিক্রেতার গুলিতে তিন পুলিশ আহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে পুলিশ ও ইয়াবা বিক্রেতাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ এবং ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে দাশি মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। মাদক বিক্রেতাদের গুলিতে আহতরা হলেনÑ এসআই ফখরুল ইসলাম মিনহাজ, এসআই সনজিত দত্ত ও কনস্টেবল রুবেল শর্মা। পুলিশ জানায়, মহেশখালীর পুটিবিলা দাশি মাঝি পাড়ার হামিদুর রহমানের কন্যা শুক্কুনিকে ২০০ ইয়াবাসহ আটক করা হয়। স্বীকারোক্তি মতে তার পিত্রালয়ে অভিযান চালিয়ে আরও ৯০০ ইয়াবা, ৩টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ তার পিতা অস্ত্র বিক্রেতা হামিদুর রহমানকে আটক পুলিশ। অভিযান শেষে ফেরার পথে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ওসি আরও জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশখালী থানায় ৪টি মামলা রয়েছে। দুুই ট্রাফিক পুলিশ ক্লোজড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অবশেষে আটককৃত বিএমপি ট্রাফিক বিভাগের দুই পুলিশ সদস্যকে শনিবার রাতে প্রাথমিকভাবে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা। সূত্রমতে, চরমোনাইর মাহফিলগামী মুসল্লিদের ছয় বাসের চালকদের শনিবার ভোরে নগরীর রূপাতলী এলাকার পুরনো দপদপিয়া ফেরিঘাট এলাকায় জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় ট্রাফিক বিভাগের এএসআই ওয়াসিম ও কনস্টেবল চান মিয়া। পাঁচ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ নগরীর চাষাঢ়ার রেললাইন এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৫টি ভাঙ্গারি দোকান পুড়ে গেছে। ম-লপাড়ার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, আগুনে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৮টায়। প্রতক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আকস্মিকভাবে প্রথমে একটি দোকান থেকে অগ্নিকা- শুরু হয়। পরে আগুন পার্শ¦বর্তী দোকানেও ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের ম-লপাড়ার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর তানভির আলম ঘটনাটি স্বীকার করে জানান, ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৬ ফেব্রুয়ারি ॥ মেহেরপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। বিরোধপূর্ণ জমিতে স’মিল বসানোকে কেন্দ্র করে রবিবার সকালে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে সিরাজুল ইসলাম ও আব্দুর রহমান গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, বেতবাড়িয়া বাজারে চার শতক জমি নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে আব্দুর রহমানের মামলা চলছে। রবিবার সকালে সিরাজুলের লোকজন ওই জমিতে স’মিল বসাতে গেলে আব্দুর রহমানের লোকজন বাধা দেয়। এতে বাগ্বিত-ার একপর্যায়ে উভয় পক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে সিরাজুল ইসলামের গ্রুপের জমিরউদ্দীন, হাজেরা খাতুন, রবিউল ইসলাম, খুকু মনি, আমির উদ্দীন শেখ, পিনা খাতুন, আব্দুল হান্নান বিশ্বাস ও লালন হোসেন। অপরদিকে আব্দুর রহমান গ্রুপের সেকেন্দার আলী, কামরুল ইসলাম, ফারুক হোসেন, চায়েন উদ্দীন, কিয়ামতুল্লাহ ও স্বপন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাওড়বাসীর মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সুুনামগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ ‘পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও অনিয়ম দুর্নীতি, বার বার সুনামগঞ্জে ফসলহানী রুখে দাঁড়াও হাওড়বাসী’ এই সেøাগান সামনে রেখে সুনামগঞ্জে হাওড়ের ফসলরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন হাওড়বাসীর আয়োজনে রবিবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সাংবাদিক বিন্দু তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, কমিনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এ্যাডভোকেট হোসেন তৈফিক চৌধুরী, সুনামগঞ্জ পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, প্রভাষক মোশিউর রহমান, বিজন সেন রায় ও জাসদ নেতা সালেহিন চৌধুরী শুভ প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, ৫০ কোটি টাকা ব্যয়ে হাওড়ের ৪০০ কিমি. ফসলরক্ষা বাঁধের কাজ গত ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল। ফেব্রুয়ারির ২৮ তারিখ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনও বিভিন্ন স্থানে কাজই শুরু হয়নি। কয়েকটি বাঁধে কাজ শুরু হলেও ৩০ ভাগও কাজ হয়নি। যার কারণে গত দুইদিনের বৃষ্টিতে পাহাড়ী ঢলের চাপে জেলার নিম্নাঞ্চলের উঠতি বোরো ফসল তলিয়ে গেছে। বিয়ে বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৬ ফেব্রুয়ারি ॥ পশ্চিম ঝালকাঠি এলাকায় ঝালকাঠি পদ্মা পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মচারী শেখ আব্দুস ছালামের বাড়িতে ডাকাতি হয়েছে। রবিবার ভোরে ৮-৯ জনের একটি ডাকাতদল পশ্চিম ঝালকাঠির শেখ আব্দুস ছালামের বাসায় ২য় তলার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং বাড়িতে ছেলের বিবাহ থাকায় আত্মীয়স্বজনের ৬০ ভরি সোনার গহনা ও নগদ ২ লক্ষাধিক টাকা লট করে নেয়। ডাকাতের হামলায় শেখ আব্দুস ছালাম (৪৫) তার ছেলে শেখ পারভেজ (২৮) ও কন্যা ৯ম শ্রেণীর ছাত্রী ইফাত জাহান ইরা আহত হয়েছে।
×