ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত ছাড়া এসি!

প্রকাশিত: ০৫:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

বিদ্যুত ছাড়া এসি!

এয়ারকন্ডিশন চালাতে এখন আর বিদ্যুত শক্তির প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল পদার্থ বিজ্ঞানী এমন একটি প্লাস্টিক বস্তু আবিষ্কার করেছেন যা দিয়ে এয়ারকন্ডিশন যন্ত্র তৈরি করলে এটি বিদ্যুত সংযোগ ছাড়াই চলবে। ঘরকে শীতল রাখবে। এই বস্তুটি অত্যন্ত নমনীয়। প্রথমে দেখলে এটিকে পলিথিনের রোল মনে হবে। এই বস্তু তৈরির খরচ অত্যন্ত কম। আবার সহজেই উৎপাদন করা যায়। তবে এই বস্তুটি সোলার প্যানেলের মতো নয়। সূর্যের আলো চলে গেলেও এটি সমানভাবে কাজ করবে। এই গবেষণা দলের নেতৃত্ব দেন জিয়াবো ইন। কলোরাডো বিশ্বদ্যিালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক। এক বিবৃতিতে তিনি বলেন, খুব শীঘ্রই আমরা এই বস্তু বাস্তবজীবনের কাজে ব্যবহার করতে পারব। তিনি বলেন, সূর্যের বিকিরণের সময় এই বস্তু শক্তিসঞ্চয় করে। এটির ওপর দিয়ে সূর্যের আলো প্রবাহিত হওয়ার সময় সূর্য থেকে বেশিরভারগ শক্তি এই বস্তুটি শুষে নিতে পারে। পরে এই শক্তি এয়ারকন্ডিশন যন্ত্রে ব্যবহৃত হয়। জিয়াবো ইন বলেন, যখন আমি ও আমার সহকর্মীরা দেখলাম এই বস্তুর সাহায্যে শীতল বাতাস তৈরি করা সম্ভব তখন আমরা বিস্মিত হয়েছিলাম। এ্যালুমিনিয়ামের ফয়েল, পলিমার ও অন্যান্য পদার্থ দিয়ে এই বস্তু তৈরি করা হয়েছে। তারপর কাঁচের প্রলেপ দেয়া হয়েছে। কাঁচের এই প্রলেপের ওপর ফোটন পোলারেশন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এই বস্তুর একপ্রান্তে আলো প্রতিফলিত হলে তা নিমিষেই সকল প্রান্তে পৌঁছে যায়। বিজ্ঞানীরা সম্প্রতি এই বস্তুটি বাস্তবিকভাবে পরীক্ষা করেন। এতে দেখা যায় একমিটার দৈর্ঘ্যরে এই প্লাস্টিক বস্তুতে অন্তত ১১০ ওয়াট বিদ্যুত জমা রাখতে পারে। আর ৭২ ঘণ্টা সময় পর্যন্ত এই বিদ্যুত জমা থাকে। গবেষণাটি সম্প্রতি জার্নাল সায়েন্সে প্রকাশিত হয়েছে। -সায়েন্স ডেইলি অবলম্বনে ।
×