ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংবাদ সম্মেলন

ময়মনসিংহে ভবন নির্মাণে বাধা

প্রকাশিত: ০৫:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ময়মনসিংহে ভবন নির্মাণে বাধা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন চরপাড়া এলাকায় বেসরকারী ল্যাব পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বহুতল ভবন পপুলার টাওয়ার নির্মাণে বাধাবিঘœ সৃষ্টির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে চরপাড়া এলাকার পাঁচতারা হোটেল রেস্তরাঁ মালিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তবে পাঁচতারা হোটেল রেস্তরাঁ মালিক নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পপুলার টাওয়ারের জন্য জমি না দেয়ায় এমন অভিযোগ করা হচ্ছে। উল্টো পপুলারের বহুতল ভবন নির্মাণের কারণে পাঁচতারা হোটেল রেস্তরাঁসহ আশপাশের কয়েকটি ভবনে মারাত্মক ফাটল দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক নূর ইসলাম জানান, চরপাড়া এলাকার ১৫ ভূমি মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ২৫১, ২৫১ ও ২৫২ নম্বর হোল্ডিংয়ে ২০ শতাংশ জমির ওপর গত ২০১৬ সালে প্রস্তাবিত পপুলার টাওয়ার নামে ১৪ তলা ভবন নির্মাণ শুরু করেন। ইতোমধ্যে সিটু পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। শোর পাইলিংয়ের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। এ সময়ে পাঁচতারা হোটেল রেস্তরাঁর মালিক তাদের ভবনে ফাটলের কথা উল্লেখসহ এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। এ নিয়ে স্থানীয়ভাবে দেনদরবার হলেও সমস্যার সমাধান না হওয়ায় পাঁচতারা কর্তৃপক্ষ নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশনা চেয়ে আদালতের শরণাপন্ন হয়। আদালতের নির্দেশে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। পপুলারের নির্মাণ কাজ বাধাগ্রস্ত করতেই এই মামলা বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন নূর ইসলাম।
×