ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৭ মার্চ তিন দিনের সফরে আসছেন অরুণ জেটলি

প্রকাশিত: ০৫:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

১৭ মার্চ তিন দিনের সফরে আসছেন অরুণ জেটলি

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্করের সফরের পর এবার ঢাকায় আসছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামী ১৭ মার্চ তিনি তিনদিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের অর্থমন্ত্রীর সফর সামনে রেখে ঢাকা-দিল্লীর মধ্যে এখন প্রস্তুতি চলছে। এছাড়া আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব ঢাকায় আসছেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফরে আসছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৭-১৯ মার্চ। তবে এই সফরের সময়সূচী নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ চাইছে, তিনি আরও বেশি সময় এখানে অবস্থান করুক। কেননা ঢাকার বাইরে কোন জেলায় নিয়ে গিয়ে তাকে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন দেখাতে চায় সরকার। ভারতের অর্থমন্ত্রীর ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর ইতোমধ্যেই ঢাকা সফর করেছেন। আর ভারতের পররাষ্ট সচিবের ঢাকা সফরের পরেই দেশটির অর্থমন্ত্রীর ঢাকা সফর নিয়ে এখন প্রস্তুতি চলছে। ২০১৪ সালের ২৬ মে ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর অরুণ জেটলির এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের সঙ্গে খুবই ঘনিষ্ঠ প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশ সফরে এসেছেন। প্রণব মুখার্জি অর্থমন্ত্রীর দায়িত্ব থাকাকালে ২০১২ সালের ৫ মে ঢাকা সফরে এসেছিলেন। সে সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন প্রণব মুখার্জি। এদিকে জানা গেছে, আগামী ২০ এপ্রিল পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় আসছেন। পশ্চিমবঙ্গে আরও বেশি বাংলাদেশী পর্যটক টানার লক্ষ্যেই তারা বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে চায় পশ্চিমবঙ্গ সরকার। এত দিন বাংলাদেশী পর্যটকদের বিষয়ে বিশেষ কোন পরিকল্পনা ছিল না পশ্চিমবঙ্গ সরকারের। তবে বাংলাদেশ থেকে ভারতে পর্যটক বাড়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশী পর্যটকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নিতে চলেছে। সে উদ্যোগের অংশ হিসেবে পর্যটন প্রতিনিধিদল ঢাকা সফর করবেন। সূত্র জানায়, বাংলাদেশী পর্যটকরা বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্যান্য রাজ্যে পাড়ি জমিয়ে থাকেন। তবে পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়াও আরও বেশ কয়েকটি পর্যটন সমৃদ্ধ স্থান রয়েছে। এর মধ্যে দার্জিলিং, শান্তি নিকেতন, মুর্শিদাবাদ ইত্যাদি স্থান উল্লেখযোগ্য। কলকাতা ছাড়াও বাংলাদেশী পর্যটকদের দেখার মতো আরও যে অনেক জায়গা রয়েছে, সেটাই বাংলাদেশের কাছে তুলতে ধরতে চায় পশ্চিমবঙ্গ সরকার। আর তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পর্যটন প্রতিনিধিদল ঢাকায় আসছে।
×