ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পিএসসি ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করল

প্রকাশিত: ০৫:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

পিএসসি ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করল

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় এমসিকিউ প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা গ্রহণের পর মাত্র ২৪ ঘণ্টায় ফল প্রকাশে সক্ষম হলো সরকারী কর্মকমিশন (পিএসসি)। সাধারণত কোন পরীক্ষার পরই ফলের জন্য চাকরি প্রার্থীদের অপেক্ষা করতে হয় মাসের পর মাস। তবে শনিবার প্রথমবারের মতো নিজেরাই এমসিকিউ প্রিলিমিনারির প্রশ্ন মুদ্রণ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধিন মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা নিয়ে রবিবার দুপুরে প্রকাশ করে ফল। এদিকে নানামুখী আলোচনার পর এবার আর্থিক স্বাধীনতা পাচ্ছে পিএসসি। ফলে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ কমিশন বিভিন্ন খাতে, এমনকি অন্তঃখাতে সমন্বয়পূর্বক ব্যয় করতে পারবে। মাত্র ২৪ ঘণ্টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে পেরে রবিবার পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা চাকরি প্রার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি একটা ভাল কিছু করার। পরীক্ষায় স্বচ্ছতা আনার সঙ্গে সঙ্গে দ্রুত ফল প্রকাশের চেষ্টা আমরা করছি। প্রথমবারের মতো শনিবার নিজেরাই এমসিকিউর চার রঙা চার সেট প্রশ্ন মুদ্রণ করেছি। শনিবার পরীক্ষা নিয়ে আজই (গতকাল) একদিনের মধ্যে আমরা ফল প্রকাশ করতে সক্ষম হলাম। আশা করি ভবিষ্যতে অন্যান্য পরীক্ষাতেও আমরা একইভাবে কাজ করতে পারব। পরীক্ষার ফলে দেখা গেছে, ৬৩৬ জন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। আগামী ৮ ও ৯ মার্চ উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসের মধ্যেই ফল প্রকাশ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে পিএসসির চেয়ারম্যান বলেন, শনিবার আমরা অফিসেই আমাদের সংশ্লিষ্ট কক্ষে সকাল ৭টায় নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার প্রশ্ন মুদ্রণ করেছি। চেয়ারম্যান ও কমিশনের সদস্যদের উপস্থিতিতে সকালে প্রশ্ন মুদ্রণ শেষে মিরপুরের একটি কলেজে নেয়া হয় এ পরীক্ষা। ২৪ ঘণ্টা শেষ না হতেই কমিশনে খাতা মূল্যায়ন শেষে রবিবার দুপুরে প্রকাশ করা হয় ফল। ফল ইতোমধ্যেই পিএসসির ওয়েবসাইটে (যঃঃঢ়://িি.িনঢ়ংপ.মড়া.নফ) প্রকাশ করা হয়েছে। এদিকে মৌখিক পরীক্ষার পরও যাতে প্রার্থীরা দ্রুত ফল পেতে পারেন সে জন্য ব্যবহার করা হবে ‘অটোমেশন’ পদ্ধতি। চেয়ারম্যান জানান, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পিএসসির পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োগ করা হবে ‘অটোমেশন’ পদ্ধতি। যার ফলে একদিকে যেমন মেধা তালিকা থেকে স্বচ্ছতার সঙ্গে সকল কোটা বণ্টন করা যায় তেমনি স্বল্প সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়। তাহলে অটোমেশন পদ্ধতিটা আসলে কি? কীভাবেই তার প্রয়োগ করা হয়েছে? পিএসসির চেয়ারম্যান বলছিলেন, মেধা তালিকা থেকে কোটা বণ্টনের কাজটি প্রযুুক্তি ব্যবহারের মাধ্যমে করার জন্য আমাদের একজন সদস্য ও আইসিটির বিশেষজ্ঞরা বিশেষ একটি সফটওয়্যার ডেভেলপ করেছেন। এটি আমরা প্রয়োগ করে দেখেছি যেমন স্বচ্ছ তেমনি দ্রুত কাজ করে। এর সুফল আমরা পেয়েছি। এ কাজের সঙ্গে সম্পৃক্ত কমিশনের সেই সদস্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল জব্বার খান বলছিলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার পর যে মেধা তালিকা করা হয় সেখান থেকে সকল কোটা বণ্টন করার কাজটি এত দিন ছিল ম্যানুয়ালি। আসলে এ কাজটি ম্যানুয়ালি করা যেমন জটিল তেমনি সময় সাপেক্ষ। ভুল হওয়ার আশঙ্কাও অনেক। আমরা সেই কাজকে ডিজিটালাইজ করেছি। একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। ফলে অটোমেশনের সুবিধা আমরা নিতে পারব পরীক্ষাতে। এতে উপকৃত হবেন পরীক্ষার্থীরা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি সূত্রে জানা গেছে, নানা আলোচনার পর অবশেষে আর্থিক স্বাধীনতা পাচ্ছে পিএসসি। এর আগে কমিশনের জন্য বরাদ্দকৃত অর্থ সরকারের পূর্বানুমতি ছাড়া ব্যয়ের কোন সুযোগ ছিল না। আর্থিক স্বাধীনতা পেলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ কমিশন সচিবালয় বিভিন্ন খাতে, এমনকি অন্তঃখাতে সমন্বয়পূর্বক ব্যয় করতে পারবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন নতুন করে তিনটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। আইন তিনটি হচ্ছেÑ বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সভাপতি সদস্যদের শর্তাবলী ও অধিকার আইন ২০১৬, সরকারী কর্মকমিশন আইন-২০১৬ এবং বাংলাদেশ সরকারী কর্মকমিশন পরামর্শ প্রবিধানমালা-২০১৬। ওই আইনের খসড়ায় সরকারী কর্মকমিশনকে আর্থিক স্বাধীনতা দেয়া হচ্ছে। এর আগে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পিএসসির আর্থিক স্বাধীনতার বিষয়ে গত বছরের ২৬ অক্টোবর এক আধা-সরকারী পত্রে অর্থমন্ত্রীকে জানান। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার আর্থিক স্বাধীনতার বিষয়টি সংবিধান কর্তৃক স্বীকৃত। একই ধরনের আর একটি প্রতিষ্ঠান আছে, তা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনকে এরই মধ্যে বরাদ্দকৃত বাজেটের মধ্যে ব্যয় বিভাজনের আর্থিক স্বাধীনতা দেয়া হয়েছে। জনপ্রশাসনমন্ত্রী আরও উল্লেখ করেন, অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ নির্বাচন কমিশনকে বরাদ্দকৃত বাজেটের মধ্যে অর্থ বিভাজনের ক্ষমতা দিয়ে যে প্রশংসার কাজটি করেছে, অনুরূপভাবে একই ধরনের একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকেও বরাদ্দকৃত বাজেটে বিভাজনের স্বাধীনতা দেয়ার অনুরোধ করছি। একই সময় ভিন্ন এক আধা-সরকারী পত্রে সৈয়দ আশরাফুল ইসলাম অর্থমন্ত্রীকে জানান, বাংলাদেশ পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সদস্যদের মর্যাদা যথাক্রমে মন্ত্রিপরিষদ সচিব এবং সচিদের সমপর্যায়ের। তাদের বেতনভাতা ও অন্যান্য সুবিধা আইন দিয়ে নিশ্চিত করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির চেয়ারম্যান এবং সদস্যদের জন্য প্রিভিলেজ স্টাফদের মঞ্জুরি দিয়ে অফিস আদেশ জারি করেছে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘদিন থেকে অর্থ মন্ত্রণালয়ে বিষয়টি বিবেচনার অপেক্ষায় আছে। আইন ও মর্যাদার বিষয় তথা প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে জরুরী ভিত্তিতে জনপ্রশাসনের মঞ্জুরির আলোকে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ওই উদ্যোগের অংশ হিসেবেই কাজ এগোচ্ছে বলে জানা গেছে।
×