ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশ্যে ছাত্রীকে পেটাল সহপাঠী ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

প্রকাশ্যে ছাত্রীকে পেটাল সহপাঠী ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সরকারী সিটি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে পিটিয়েছে এজাজ ওরফে রিক নামে তার এক বখাটে সহপাঠী। রবিবার বেলা ১০টার দিকে কলেজের ভেতরেই এ ঘটনা ঘটে। ঘটনার পর কলেজের সব ক্লাস স্থগিত করে দেয়া হয়েছে। এ নিয়ে জরুরী সভা করেছে শিক্ষক পরিষদ। মারপিটের শিকার মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ওই ছাত্রীর ভাষ্য, সকালে ‘ক’ শাখার শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ের ক্লাস চলছিল। ক্লাসে বসেই বখাটে রিক মোবাইলফোনে কথা বলছিল। এ সময় শিক্ষক বায়োজিদ বোস্তামি তখন ওই ছাত্রের কাছ থেকে মোবাইলফোনটি কেড়ে নিয়ে তাকে ক্লাসের পেছনে গিয়ে বসতে বলেন। এই সুযোগে ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা শিক্ষকের কাছে অভিযোগ করেন, রিক প্রতিদিনই ক্লাসে বসে মোবাইলে কথা বলে ও ফেসবুক চালায়। মেয়েদের উত্ত্যক্তও করে। নির্যাতনের শিকার ওই ছাত্রীও রিকের বিরুদ্ধে একই অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রিক। ওই ছাত্রী জানান, সকাল ১০টায় ক্লাস শেষ হয়। এরপর শ্রেণী শিক্ষক প্রথমে বেরিয়ে গেলে পেছনে পেছনে শিক্ষার্থীরাও বের হচ্ছিলেন। এ সময় বখাটে রিক হঠাৎ করেই তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় দিতে শুরু করে। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করে সে। পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে বখাটে রিক পালিয়ে যায়।
×