ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজনৈতিক মহলে তোলপাড় ॥ কুশপুতুল দাহ

লিটনের ঘাতকদের বাড়িতে প্রশিক্ষণ দিত কাদের খান

প্রকাশিত: ০৫:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

লিটনের ঘাতকদের বাড়িতে প্রশিক্ষণ দিত কাদের খান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা-ের পরিকল্পনা, অর্থ ও অস্ত্র যোগান এবং কিলারদের সুন্দরগঞ্জের নিজ বাড়িতে প্রশিক্ষণের দায় স্বীকার করেছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জাপার সাবেক সংসদ সদস্য কর্নেল (অব) আব্দুল কাদের খান। শনিবার রাত সাড়ে দশটায় কাদের খানের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে তাকে কারাগারে প্রেরণের পর আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক মন্তব্যে রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি বশির আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষমতার লোভ, সংসদ সদস্য হতে না পারা এবং তার বিরুদ্ধে পরবর্তীতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত হওয়ার জন্য এমপি লিটনকে দায়ী মনে করে প্রতিহিংসা চরিতার্থ করতেই একান্ত নিজস্ব পরিকল্পনায় কাদের খান এই হত্যাকা- সংঘটিত করেন। এই হত্যাকা-ের সঙ্গে কিলিং মিশনে অংশগ্রহণকারী ৪ জনসহ কিলিং মিশনে ইনফরমেশন দাতা, কিলারদের সেল্টার প্রদানকারী, অর্থদাতাদের সম্পর্কে যে সব তথ্য পাওয়া গেছে তদন্তপূর্বক তাদেরও এই হত্যাকা-ের আসামি করা হবে এবং এজন্য সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার সরকারসহ অন্য যাদের নাম এসেছে তাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। চাঞ্চল্যকর এই হত্যার তদন্ত শেষে আগামী ১৫ দিনের মধ্যেই পুলিশ চার্জশীট প্রদান করতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে এমপি লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা কাদের খানের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সুন্দরগঞ্জ উপজেলাসহ গাইবান্ধার রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক রাজনীতিতে যে অবক্ষয় দেখা দিয়েছে হত্যাকা- যেন তারই প্রতিফলন। খুনের এই রাজনীতি প্রতিহত করার বিপক্ষে সোচ্চার মতামত দিয়েছেন সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ। সরজমিনে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় রাজনীতিবিদদের মতামত থেকে এ তথ্য জানা গেছে। তারা অবিলম্বে কাদের খানের ফাঁসি এবং তার সব সম্পত্তি বাজেয়াফত করার দাবি জানান। হত্যার দায় থেকে বাঁচতে ভারতে অবস্থান ॥ এমপি লিটন হত্যাকা-ে জড়িত নন- এমন অকাট্য প্রমাণ রাখতে ভিসা-পাসপোর্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত বছর ১৯ অক্টোবর ভারতে যান এবং চলতি বছর ৬ জানুয়ারি পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেন। কাদের খান ভিসা পাসপোর্টে ভারতে অবস্থান করলেও এমপি লিটন হত্যা মিশন সফল করতে চোরাই পথে তিনি দুই থেকে তিনবার ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করেন। ভারতের অসম রাজ্যের একটি স্থলবন্দর দিয়ে চোরাই পথে বাংলাদেশে আসেন তিনি। এর আগেও তিনি কয়েক দফা চোরাইপথে ভারতে আসা যাওয়া করেন। এই হত্যা মিশনে কাদের খান যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের সঙ্গেও বৈঠক করেন বলে জানা গেছে। কাদের খান সর্বশেষ চোরাই পথে বাংলাদেশে এসে ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে এমপি লিটন হত্যা মিশন সফল হওয়ার খবর নিশ্চিত হয়ে কাদের খান সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। এমপি লিটন হত্যার পর আবার পাসপোর্ট ভিসায় চলতি বছর ৬ জানুয়ারি ভারত থেকে কাদের খান দেশে ফেরেন। পুলিশ ও ঘাতকদের স্বীকারোক্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ ॥ এমপি লিটনের খুনী কাদের খানসহ সংশ্লিষ্টদের ফাঁসির দাবিতে শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার হাসানপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা কাদের খানের কুশপুতুল দাহ করে। পরে বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে সমস উদ্দিন বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাহেদুল ইসলাম জাবেদ, নিলুরাম রায়, আবুল কালাম আজাদ, নাদিম হোসেন, মুশফিকুল ইসলাম পিয়াল, খালেদ গাফলাদার প্রমুখ।
×