ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রন্থমেলায় ‘ভালোবাসার অবাক চোখ’

প্রকাশিত: ০৫:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

গ্রন্থমেলায় ‘ভালোবাসার অবাক চোখ’

সংস্কৃতি ডেস্ক ॥ গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রেজাউর রহমান রিজভীর প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার অবাক চোখ’। আলোকবর্তিকা থেকে প্রকাশিত গ্রন্থের প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। এতে মোট ৩৯টি কবিতা স্থান পেয়েছে। মেলার দোয়েল প্রকাশনীর ৩২৮নং স্টলে এটি পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করেছে। এ প্রসঙ্গে আলোকবর্তিকা প্রকাশনীর স্বত্বাধিকারী মাহমুদ সালেহীন খান জানান, তার প্রকাশনীর সর্বোচ্চ বিক্রীত বইয়ের তালিকার শীর্ষে ‘ভালোবাসার অবাক চোখ’। গ্রন্থটির পরিবেশক দোয়েল প্রকাশনীর স্বত্বাধিকারী তাপস কর্মকার জানান, পাঠকদের কাছে গ্রন্থটির চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। গ্রন্থের লেখক রেজাউর রহমান রিজভীর বলেন, আমার প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার অবাক চোখ’ পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। আমি অভিভূত। আগামীতে আরও বই বের করার চিন্তা করছি।
×