ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদীচীর গণসঙ্গীত প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

উদীচীর গণসঙ্গীত প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের উদ্যোগে ‘অষ্টম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা’র আয়োজন করা হচ্ছে। আগামী ২৮-৩০ মার্চ তিন দিনব্যাপী গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নিবন্ধনের জন্য ১৪/২ তোপখানা রোড (দ্বিতীয় তলা) প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ২৮ মার্চ বিকেলে শিল্পকলা একাডেমিতে উৎসব ও প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবেশী দেশের জনপ্রিয় কয়েকটি সঙ্গীতদল এবং দেশ-বিদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও উৎসবে যোগ দেবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আয়োজক সূত্রে জানা গেছে ‘ক’ বিভাগ অনুর্ধ ১২ বছর, ‘খ’ বিভাগ অনুর্ধ ১৮ বছর, ‘গ’ বিভাগ ১৮ বছর ও তদুর্ধ বয়সীরা এককভাবে এবং ‘ঘ’ বিভাগে (কমপক্ষে ৫ জন) দলগতভাবে প্রতিযোগিতায় অংশ নেবেন। জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদীচী স্ব স্ব জেলা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ঢাকা জেলা ও মহানগরীর প্রতিযোগিতা ৩ মার্চ তারিখে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তন এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ২৮ মার্চ সকাল ১০টায় একই স্থানে।
×