ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবু প্রভার ‘ পুষ্প’

প্রকাশিত: ০৫:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

বাবু প্রভার ‘ পুষ্প’

সংস্কৃতি ডেস্ক ॥ মানডে নাইট সুপার ড্রামা বিভাগে আজ সোমবার রাত ৮-১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘পুষ্প’। নাটকটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু। পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সাদিয়া জাহান প্রভা, শহিদুল্লাহ সবুজ, ইকরাম, এমিলা হক প্রমূখ। নাটকের গল্পে দেখা যাবে মহল্লায় সীমান্তর একটা দোকান আছে। ভ্যারাইটিস স্টোর। সঙ্গে ফুলও বিক্রি করে। মহল্লার একমাত্র ফুলের দোকান। পুষ্প ইউনিভার্সিটিতে পড়ে। ক্যাম্পাসে যাওয়ার পথে বিভিন্ন সময় সীমান্তর দোকান থেকে খাতা কলম প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। সীমান্ত মুগ্ধ হয়ে পুষ্পর দিকে তাকিয়ে থাকে। একদিন পুষ্প ক্যাম্পাসে যাওয়ার পথে সীমান্তর দোকান থেকে গোলাপ ফুল কিনে নেয়। পরদিন আবারও গোলাপ ফুল কিনে নেয়। তৃতীয় দিন সীমান্তর মনে সন্দেহ জাগে কাকে প্রতিদিন ফুল দেয় ও? ওকি কারও সঙ্গে প্রেম করে? তাকেই কি ফুল দেয়? বিষয়টা মেনে নিতে পারে না সীমান্ত। তারপর দিন ফুল কিনতে আসলে সীমান্ত পুষ্পর কাছে ফুল বিক্রি করে না। বলে সব ফুল বিক্রি হয়ে গেছে। পুষ্প রিকোয়েস্ট করে একটা গোলাপ বিক্রি করতে বলে। কিন্তু সীমান্ত কিছুতেই ফুল বিক্রি করে না। সীমান্ত বলে ওই লোক একটু পর এসে নিয়ে যাবে ফুল। এগুলো এখন আর আমার ফুল না সুতরাং আমি দিতে পারব না। পুষ্পর মন খারাপ হয়ে যায়। পরের দিন আবার ফুল নিতে আসে কিন্তু এদিনও একই কথা বলে সব ফুল বিক্রি হয়ে গেছে। পুষ্পর কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য হয় না। ও তর্ক করতে থাকে। কিন্তু সীমান্ত ফুল বিক্রি করে না। পরবর্তীতে পুষ্প দেখতে পায় অন্য মানুষের কাছে ঠিকই ফুল বিক্রি করে কিন্তু পুষ্পর কাছে বিক্রি করে না। ম্যাজাজ খারাপ হয়ে যায় পুষ্পর। শেষে একদিন বন্ধুদের কাছে বিষয়টা খুলে বলে। দোকানদার সীমান্তকে একটা উচিত শিক্ষা দিতে চায়। যেই কথা সেই কাজ। বন্ধুদের নিয়ে আসে। প্রথমে পুষ্প একা ফুল কিনতে যায় কিন্তু বরাবরের মতোই বিক্রি হয়ে গেছে বলে ফুল বিক্রি করে না। বাট কিছুক্ষণ পর যখন পুষ্পর বন্ধু ফুল কিনতে আসে তখন ঠিকই ফুল বিক্রি করে। হাতে নাতে ধরে ফেলে পুষ্প। তখন পুষ্পর বন্ধুরা সীমান্তর সব ফুল ফেলে দেয়। সীমান্তকে মারধর করে। রাগ কিছুটা শীতল হয় পুষ্পর। এখন দোকানের সামনে দিয়ে পুষ্প গেলে ওর দিকে ফিরেও তাকায় না সীমান্ত। আর পুষ্পও ফুল কিনতে আসে না। কথা প্রসঙ্গে একদিন পুষ্প ওর বান্ধবীর কাছে সীমান্তকে শিক্ষা দেয়ার কথাটা বলে। তখন বান্ধবী অবাক হয়ে বলে এটা কি করেছিস তুই? কাজটা ঠিক হয়নি। কারণ ও তোর কাছে ফুল বিক্রি না করার কারণ আছে। সেটা হলো ও তোকে অনেক পছন্দ করে, ভালবাসে।
×