ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্কার মনোনয়নে এগিয়ে ‘লা লা ল্যান্ড’

প্রকাশিত: ০৫:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

অস্কার মনোনয়নে এগিয়ে ‘লা লা ল্যান্ড’

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৮৯তম এ্যাকাডেমি এ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর রবিরার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। আজ সোমবার সকাল নাগাদ অস্কার বিজয়ীদের ফলাফল জানা যাবে। অস্কারের এবারের আসরে ১৪টি মনোনয়ন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে সঙ্গীত নির্ভর চলচ্চিত্র ‘লা লা ল্যান্ড’। অস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া এটি তৃতীয় চলচ্চিত্র। এর আগে ১৯৫৯ সালে ‘অল এ্যাবাউট ইভ’ ও ১৯৯৭ সালে ‘টাইটানিক’ চলচ্চিত্রের ক্ষেত্রে এমনটা হয়েছিল। সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে সবচেয়ে আকাক্সিক্ষত ও সম্মানিত পুরস্কারের নাম অস্কার বা এ্যাকাডেমি এ্যাওয়ার্ডস। এবার সেই পুরস্কার নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক। সম্প্রতি এপ্রিল রিজিওন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্কারের বর্ণবাদী বৈশিষ্ট্য নিয়ে প্রতিবাদ করেছেন। প্রতিবাদের অংশ হিসেবে তিনি ‘অস্কারস সো হোয়াইট’ হ্যাসট্যাগ দিয়ে তার অনুযোগের কথা লিখেছেন। এরই মধ্যে অনেকেই ‘অস্কারস সো হোয়াইট’ হ্যাসট্যাগ দিয়ে অংশ নিয়েছেন এপ্রিলের এ প্রচারে। ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, কেবলমাত্র হলিউড চলচ্চিত্রকে প্রাধান্য দেয়ার মাধ্যমে এশিয়ান, ল্যাটিন ও অন্যান্য অংশের শিল্পীদের অবহেলা করা হচ্ছে অস্কারে। এ অবহেলা আরও বেশি ঘটছে নারী শিল্পীদের বেলায়। প্রতিবারের অস্কার মনোনয়নের দিকে নজর দিলে এ পরিসংখ্যানটি পরিস্কার হয়ে যাবে। এ বছর ‘লায়ন’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনতো মনোনয়ন দেয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তারকা দেব প্যাটেলকে। এর আগে সর্বশেষ পুরস্কার পাওয়া ভারতীয় অভিনেতা ছিলেন বেন কিংসলি। তাও সেটি প্রায় ১৩ বছর আগের কথা। একইভাবে সর্বশেষ অস্কার মনোনয়ন পাওয়া ল্যাটিন অভিনেতা হলেন ডেমিয়ন বিচির। ২০১২ সালে মনোনয়ন পেয়েছিলেন তিনি। শুধু তাই নয় জাপানিজ, চাইনিজ ও স্প্যানিশ তারকারাও বরাবরই পিছিয়ে আছেন অস্কারের মনোনয়ন থেকে। কিছুদিন আগে জ্যাকি চ্যানকে বিশেষ সম্মানসূচক অস্কার দিয়ে এ কলঙ্ক কিছুটা ঘুচলেও এখনও পুরস্কার প্রদান ও মনোনয়নের ক্ষেত্রে মার্কিনী ও বিশেষ করে শেতাঙ্গরাই অধিক গুরুত্ব পেয়ে এসেছে। এবারের আসরে বেশ ক’জন কালো তারকাকে মনোনীত করা হলেও অস্কারের বিরুদ্ধে প্রতি এ অভিযোগটি বেশ পুরনো যে, সাদা তারকাদেরই বরাবর বেশি গুরুত্ব পেয়ে থাকেন অস্কারে। তবে অস্কারের বিরুদ্ধে সারাসরি এমন প্রচারণার ঘটনা এটিই প্রথম! এবারে অস্কারে মনোনীত সেরা চলচ্চিত্র- ‘এ্যারাইভাল’, ‘ফেন্সেস’, ‘হ্যাকস’ রিজ, ‘হেল অর হাই ওয়াটার’, ‘হিডেন ফিগারস’, ‘লা লা ল্যান্ড’, ‘লায়ন’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’। সেরা অভিনেতা : বেন এ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), এ্যান্ড্রু গারফিল্ড (হ্যাক’ রিজ), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাসটিক), ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)। সেরা অভিনেত্রী : ইসাবেল হাপার্ট (এল), রুথ নেগা (লাভিং), নাতালি পোর্টম্যান (জ্যাকি), এমা স্টোন (লা লা ল্যান্ড), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স) সেরা পার্শ্ব অভিনেতা : মহের্শালা আলি (মুনলাইট), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), দেব প্যাটেল (লায়ন), মাইকেল শ্যানন (নকটার্নাল অ্যানিমেলস)। সেরা পার্শ্ব অভিনেত্রী : ভায়োলা ডেভিস (ফেন্সেস), নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টাভিয়া স্পেনসার (হিডেন ফিগারস), মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)। সেরা পরিচালক : এ্যারাইভাল (ডেনিস ভিলেন্যুভ), মেল গিবসন (হ্যাকস’ রিজ), ড্যামিয়েন শ্যাজেল (লা লা ল্যান্ড), কেনেথ লোনারগান (ম্যানচেস্টার বাই দ্য সি), ব্যারি জেনকিন্স (মুনলাইট) সেরা চিত্রনাট্য (মৌলিক) : হেল অর হাই ওয়াটার (টেলর শেরিডান), লা লা ল্যান্ড (ড্যামিয়েন শ্যাজেল), দ্য লবস্টার (ইয়োর্গোস লান্থিমোস, এফথিমিস ফিলিপ্পু), ম্যানচেস্টার বাই দ্য সি (কেনেথ লোনারগান), টুয়েন্টিয়েথ সেঞ্চুরি উওমেন (মাইক মিলস) সেরা চিত্রনাট্য (অনূদিত) : অ্যারাইভাল, ফেন্সেস, হিডেন ফিগারস, লায়ন, মুনলাইটসেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : ল্যান্ড অব মাইন, আ ম্যান কলড ওভ, দ্য সেলসৈম্যান, তান্না, টনি এর্ডমান।
×