ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গানে গানে বনশ্রী সেনগুপ্তকে শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:০২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

গানে গানে বনশ্রী সেনগুপ্তকে শ্রদ্ধা

সংস্কৃতি ডেস্ক ॥ সরগম’র গানে গানে সন্ধ্যার তৃতীয় আয়োজন সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘বসন্তের গান ও সদ্য প্রয়াত সোনালী যুগের শিল্পী বনশ্রী সেনগুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি’। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত শ্রোতা দর্শকদের বসন্তের শুভেচ্ছা জানান সরগম সম্পাদক ও সরগম সাংস্কৃতিক দলের সভাপতি কাজী রওনাক হোসেন। তারপরই তিনি সোনালী যুগের শিল্পী সদ্য প্রয়াত বনশ্রী সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবন নিয়ে আলোকপাত করেন। এরপর সবাই দাঁড়িয়ে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদনের পর সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা সমবেত কণ্ঠে। স্বপন কুমার দাশের নেতৃত্বে ‘আহা আজি এ বসন্তে’ গানটি পরিবেশন করেন। এরপর স্বপন কুমার দাস পর পর দুটি সঙ্গীত পরিবেশন করেন ‘আসে বসন্ত ফুলবনে’, ‘কেউ বলে ফাল্গুন’, ‘কেউ বলে পলাশের মাস’, ‘আমি বলি আমার সর্বনাশ’, জাহিদ হোসেন ‘এলো বসন্ত আমার গানে’, ‘কোকিল বলে এসো বন্ধু হয়ে যাই রে’, উল্কা হোসেন পরিবেশন করেন- ‘ও পলাশ ও শিমুল কেন এ মন মোর রাঙালে’, অর্পণা- স্বরচিত কবিতা পাঠ করেন ‘বিকেলটা অনেক সুন্দর ছিল’। এরপর বনশ্রী সেনগুপ্তকে শ্রদ্ধা জানিয়ে তার গান মুনতারিন মহল কথা- শ্যামল ঘোষ। ‘আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম’, ‘আর এক নতুন কোন পৃথিবীর খুঁজে চলো যাই’, কথা- পুলক বন্দোপাধ্যায়, বিশ্বনাথ দাশের সুর ও অভিজিৎ বন্দোপাধ্যায়ের ‘এর বেশি কিছু চাই না’, ‘তুমি যাকে পেয়ে চাও’; কথা- শ্যামল গুপ্ত, সুর উৎপল সেন, ‘দূরে গেলে যেন ভুলে যেও না’, ‘গানে গানে জেনো কাছে রবো’ এ চারটি গান পরিবেশন করেন। এরপর রেজাউল করিম হিটলু ‘সেদিনের সোনাঝরা সন্ধ্যা’, মোসলেমা মীর্জা- কথা- শ্যামল দত্ত, সুর- রবীন চট্টোপাধ্যায়, ‘মনের বসন্ত এলো এলো’, ‘বনের বসন্ত এলো’। লাকী- ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে’, ড. আশুতোষ ভক্ত- ‘নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে’ (রবীন্দ্র প্রেম পর্যায়) শ্রাবণী শর্মা পরিবেশন করেন- ‘ফুলে ফুলে ঢলে ঢলে বহে কী বা মৃদু বায়’, স্বপন কুমার দাশ- ‘আলেয়ার পিছে পিছে ঘুরেছি মিছে মিছে’ স্বরচিত ও হৃদয় রঞ্জন বিশী পরিবেশন করেন- ‘আনন্দের এই সাগর কুলে’, নাজনীন আহমেদ- ‘আমি তোমারে ভালবেসেছি চিরসাথী হয়ে এসেছি’, মোহাম্মদ আলী মুন্না পরিবেশন করেন- ‘এই পথে যাই চলে ঝরা পাতা যাই দলে’ সবশেষে মুনতারিন মহল পরিবেশন করেন বনশ্রী সেনগুপ্তের কালজয়ী গান- ‘দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য একুশে পদকপ্রাপ্ত আজিজুল ইসলাম। শ্রোতা-দর্শকরা তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার শহীদুল্লাহ ফরায়জীসহ সঙ্গীত পিপাসুরা। প্রায় দুই ঘণ্টার এ আয়োজন শ্রোতা-দর্শকরা প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখতে অনুরোধ করেন।
×