ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিসা দিতে অস্বীকৃতি মার্কিন পররাষ্ট্র দফতরের

আটকে গেল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পরোক্ষ আলোচনা

প্রকাশিত: ০৪:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আটকে গেল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পরোক্ষ আলোচনা

ভিসা জটিলতার কারণে আটকে গেল মার্কিন-উত্তর কোরিয়া গোপন আলোচনা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দেশটির পররাষ্ট্র দফতর উত্তর কোরিয়ার একজন শীর্ষ দূতকে যুক্তরাষ্ট্রে যেতে ভিসা দিতে অস্বীকৃতি দেয়ায় ঝুলে গেল এই আলোচনা। খবর এএফপি ও ওয়ালস্ট্রিট জার্নালের। মার্চের ১ ও ২ তারিখ নিউইয়র্কে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা চোয়ে সন হুইয়ের। কিন্তু মার্কিন পররাষ্ট্র দফতর উত্তর তাকে ভিসা দিতে অস্বীকৃতি করায় তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না, ওয়ালস্ট্রিট জার্নাল শনিবার এ খবর দিয়েছে। কি কারণে পররাষ্ট্র দফতর উত্তর ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে তা জানা যায়নি। চলতি মাসের ১২ তারিখ উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পরদিন ১৩ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পক্ষত্যাগী সৎ ভাই রহস্যজনকভাবে নিহত হয়েছেন। পররাষ্ট্র দফতরের ওই সিদ্ধান্তের পেছনে এসব ঘটনার কোন ভূমিকা আছে কিনা তা পরিষ্কার নয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন উত্তর কোরিয়ার সরকারের এজেন্টরা কিম জং উনের সৎ ভাইকে হত্যা করে থাকতে পারে। এদিকে নিউইয়র্কে পূর্ব পরিকল্পিত আলোচনা না হওয়ার খবরটির প্রতি সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন দক্ষিণ কোরিয়া বা যুক্তরাষ্ট্রের সরকার এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয়। সিউলে মার্কিন দূতাবাসও এ বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি। আলোচনা হলে সেটি হতো ট্রাম্প ক্ষমতায় আসার পর দু’দেশের মধ্যে প্রথম সরাসরি যোগযোগ। এছাড়া এটি হতো ২০১১ সালের পর প্রথম উত্তর কোরিয়ার কোন শীর্ষ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর। চোয়ে সন হুইয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নর্থ আমেরিকা বিষয়ক পরিচালক। বহু মার্কিন কর্মকর্তা ও শিক্ষাবিদের সাক্ষাতের অভিজ্ঞতা তার রয়েছে। গত নবেম্বরেও তিনি জেনিভায় তথ্য বিষয়ক আলোচনায় অংশ নিয়েছেন।
×