ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটেন সন্ত্রাসী হামলার সর্বোচ্চ ঝুঁকিতে

প্রকাশিত: ০৪:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ব্রিটেন সন্ত্রাসী হামলার সর্বোচ্চ ঝুঁকিতে

ব্রিটিশ নাগরিকরা ১৯৭০-এর দশকের আইআরএর বোমা হামলাগুলোর পর এখন সন্ত্রাসী হামলার সর্বোচ্চ ঝুঁকির মুখে রয়েছে। দেশের নতুন সন্ত্রাস বিষয়ক পর্যবেক্ষক ম্যাক্স হিল এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। হিল বলেন, ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট ৪০ বছর আগের আইআর-এর হামলার মত ব্যাপক মাত্রায় ‘নির্দোষ বেসামরিক লোকজনের ওপর নির্বিচার হামলা’ চালানোর পরিকল্পনা করছে। তিনি দায়িত্ব নেয়ার পর এ প্রথমবারের বড় সাক্ষাতকার দিচ্ছিলেন। তিনি সানডে টেলিগ্রাফ পত্রিকাকে বলেন, ইসলামপন্থীরা যুক্তরাজ্যের শহরগুলোর ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে এবং বর্তমানে বিরাট ঝুঁকি রয়েছে যা আমাদের কেউই উপেক্ষা করতে পারেন না। এর মাত্র দিন কয়েক আগে ব্রিটেনের অন্যতম নেতৃস্থানীয় সন্ত্রাসবাদ প্রসিকিউটর হিলকে সন্ত্রাসবাদ বিষয়ক আইনের নতুন স্বতন্ত্র পর্যালোচক নিয়োগ করা হয়। হিল ৩০ বছর ধরে আইন পেশায় জড়িত ছিলেন। সেই সময়ে তিনি ২১ জুলাইয়ের বোমা হামলার ষড়যন্ত্রকারীদের দোষী সাব্যস্ত করতে, সন্ত্রাসী চক্র ভেঙ্গে দিতে এবং ড্যামিলোটা টেলরের হত্যাকারীদের কারারুদ্ধ করতে সহায়তা করেন। হিলকে সোমবার নতুন পর্যবেক্ষক নিয়োগ করা হয়। তিনি ডেভিড এ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হন। আইআরএর হুমকি যখন চরমে পৌঁছেছিল, তখন ওই পদটি সৃষ্টি করা হয়। নতুন নিয়োগের কথা ঘোষণা কালে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাম্বার রাড হিলের অগাধ অভিজ্ঞতা ও আইন পেশার দক্ষতার প্রশংসা করেন। হিল তার দায়িত্ব হিসেবে ব্রিটেনের সন্ত্রাস আইনের অবস্থা সম্পর্কে পার্লামেন্টের কাছে প্রতিবছর রিপোর্ট পেশ করবেন এবং তার নিজস্ব পর্যালোচনা চালাবেন। টেলিগ্রাফের সঙ্গে একান্ত সাক্ষাতকারে হিল তার এ আশঙ্কা স্পষ্ট করে ব্যক্ত করেন যে, ব্রিটেন এখন যে মাত্রার সন্ত্রাসী হুমকির সম্মুখীন, তা ১৯৭০-এর দশকের পর তার দেখা যায়নি। তিনি ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করতে সিরিয়া ও ইরাকে পালিয়ে গিয়েছিল এমন শত শত ব্রিটিশ চরমপন্থী নিয়েও উদ্বেগ ব্যক্ত করেন। কারণ কয়েক দফা সামরিক পরাজয়ের পর তারা ব্রিটেনে ফিরে আসতে প্রস্তুত রয়েছে। হিল বলেন, বিরাট সংখ্যক চরমপন্থী এখন ফিরে আসছে বা সম্ভবত প্রায় ফিরে আসার পর্যায়ে রয়েছে। আমরা জানি, তারা হলো যুদ্ধ করতে এদেশ ত্যাগ করেছিল এমন অন্তত কয়েক শ’ ব্রিটিশ নাগরিক। তিনি বলেন, মসুলের অত্যাসন্ন পতন এবং সম্ভবত রাকার পুনর্দখলের সম্ভাবনা উভয়েই প্রত্যাবর্তনকারী যোদ্ধাদের সংখ্যা অবশ্যই বিরাটভাবে বাড়াবে।
×