ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার মাসের মধ্যে স্বর্ণের দর সর্বোচ্চ

প্রকাশিত: ০৪:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

চার মাসের মধ্যে স্বর্ণের দর সর্বোচ্চ

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে মার্কিন পুঁজিবাজারে সূচক অস্বাভাবিকভাবে বেড়েছে। সর্বোচ্চ রেকর্ড হয়েছে এ সময়ে। কিন্তু তার হোয়াইট হাউস দখলের পর বাণিজ্যনীতি নিয়ে অনাস্থায় পড়েছে বিনিয়োগকারীরা। ফলে যে সময়ে স্বর্ণের দর টানা কমার কথা, সে সময় উল্টো বাড়ছে। বাজারে অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ বলে মনে করছেন। সিএনবিসি, ডেইলি টাইমসসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলছে, ট্রাম্প ক্ষমতা নেয়ার পর গত ৪ মাসে সর্বোচ্চ অবস্থানে আছে স্বর্ণের বাজার। শেষ কার্যদিবস (শুক্রবার) আন্তর্জাতিক বাজারে এক আউন্স (২.৪৩ ভরি) স্পট গোল্ড ১ হাজার ২৬০ ডলার পর্যন্ত দর ওঠে। গত ১১ নবেম্বর এই দর ছিল ১ হাজার ১২৩ ডলার। ট্রাম্পের পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি কর কমানোর ব্যাপারে কথা বলবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×