ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শুরু হয়েছে ৫ দিনের বসন্তমেলা

প্রকাশিত: ০৪:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে শুরু হয়েছে ৫ দিনের বসন্তমেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে ৫ দিনের বসন্ত মেলা-১৪২৩ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী রবিবার থেকে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মোঃ ইফতেখার। তিনি বলেন, বিসিক ডিজাইন সেন্টার হলো সেন্টার অব এক্সিলেন্স। এ সেন্টারে কাজ করে গেছেন পটুয়া কামরুল হাসান, শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী এমদাদ হোসেনের মতো শিল্পীরা। এই ডিজাইন সেন্টার নতুন নতুন ডিজাইন উদ্ভাবনসহ ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেবা ও সহায়তা প্রদান করে আসছি। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন, আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি বিসিকের অন্যতম লক্ষ্য।
×