ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শেষ হলো ফার্মা এক্সপো

প্রকাশিত: ০৪:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শেষ হলো ফার্মা এক্সপো

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেষ হলো নবম এশিয়া ফার্মা এক্সপো-২০১৭। তিনদিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নেয় ভারত, চীন, ইউরোপ ও আমেরিকার ৬শ’ টিরও বেশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান। মেলায় প্রত্যাশা অনুযায়ী সাড়া পাওয়ায় খুশি বিক্রেতারা। অপরদিকে দেশে আয়োজিত বিশ্বমানের এ মেলাকে দেশীয় উদ্যোক্তারা নিচ্ছেন অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ হিসেবে। তিন দশক আগেও যেখানে আঁশি ভাগ ওষুধ আমদানি করত বাংলাদেশ, সেখানে অভ্যন্তরীণ চাহিদার আটানব্বই ভাগই এখন মিটছে দেশীয় ওষুধে। বছরে টাকার অঙ্কে যেটি দাঁড়ায় ২০ হাজার কোটিরও বেশি। শুধু দেশীয় চাহিদাই নয় বর্তমানে বিশ্বের প্রায় ১৩০টিরও বেশি দেশে ওষুধ রফতানি করছে বাংলাদেশ। দেশীয় ওষুধ শিল্পের এমন বর্ধনশীল উন্নয়নের কিছুটা চিত্র ফুটে উঠেছে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত নবম এশিয়া ফার্মা এক্সপোতে। যেখানে তিনদিনের মেলায় উদ্যোক্তারা তুলে ধরেছেন ওষুধ শিল্প সংশ্লিষ্ট আধুনিক সব যন্ত্রপাতি।
×