ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গারের বিক্রি ৩০ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৪:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সিঙ্গারের বিক্রি ৩০ শতাংশ বেড়েছে

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ২০১৬ সালের ফলাফল রবিবার ঘোষণা করা হয়েছে। বিগত ১২ মাসে সিঙ্গারের বিক্রয় ছিল ৯ বিলিয়ন টাকার বেশি যা ২০১৫ সালের তুলনায় ৩০.৩ শতাংশ বেশি। আলোচ্য বছরে গ্রস মুনাফা ৪০.৭ শতাংশ এ উন্নীত হয়েছে। এ সময়ে গ্রস প্রফিট মার্জিন বিগত বছরের তুলনায় ২৬.৭ শতাংশ থেকে ২৮.৮ শতাংশে উন্নীত হয়েছে। ২০১৬ সালে কর পরবর্তী মুনাফা ছিল ৫৪৬.৩ মিলিয়ন টাকা যা ২০১৫ সালের তুলনায় ৪৮.২ শতাংশ বেশি এবং শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়ে ৭.১ টাকা হয়েছে। সেই সঙ্গে সম্পত্তির পুনঃমূল্যায়নের ফলে অর্জিত মুনাফা ছিল ১৭১.৯ মিলিয়ন টাকা। উচ্চ মুনাফা প্রদানের দীর্ঘ ধারাবাহিকতায় ২০১৬ সালের জন্য ৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে সিঙ্গার রেফ্রিজারেটর, প্যানেল টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং ফার্নিচার উৎপাদনের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাছাড়া ২০১৭ সালে উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধির পরিকল্পনা রয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে। উৎসব মৌসুমে কিস্তিতে বিক্রয় হিসাব ১৩৩,০০০ অতিক্রম করে যার ফলে ২০১৬ সালে কিস্তিতে পণ্য বিক্রয় ৫০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিঙ্গারের মোট বিক্রয়ের দুই-তৃতীয়াংশ পণ্য কিস্তিতে বিক্রয় হয়। বিক্রীত পণ্যের কিস্তি আদায়ের হার অত্যন্ত সন্তোষজনক এবং এক্ষেত্রে অনাদায়ের হার মোট বিক্রয়ের ০.৫০ শতাংশ। ২০১৬ সালে ৪৮টি বিক্রয় কেন্দ্র নতুনভাবে সজ্জিত করা হয় এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর পরিসরে চালু করা হয়। ২০১৭ সালে আরও বৃহত্তর কলেবরে বিক্রয় কেন্দ্রসমূহকে সজ্জিতকরণ যার ফলে আরও বেশি পণ্য প্রদর্শন করা যাবে, বিশেষত ফার্নিচার। আশা করা যাচ্ছে ২০১৭ সালে ৬০টি বিক্রয়কেন্দ্র নতুন করে সজ্জিত করা হবে এবং সেইসঙ্গে কৌশলগত সুবিধাজনক স্থানে আরও কিছু নতুন বিক্রয় কেন্দ্র চালু করার বিষয়ে আমরা আশাবাদী। বিজ্ঞপ্তি।
×