ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্পদ মূল্য বেড়েছে মার্কেন্টাইল ব্যাংকের

প্রকাশিত: ০৪:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সম্পদ মূল্য বেড়েছে মার্কেন্টাইল ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দুটিই বেড়েছে। একই সঙ্গে ব্যাংকটির লভ্যাংশের পরিমাণও বেড়েছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৫৯ শতাংশ। আর এনএভি বেড়েছে ৮ শতাংশ। ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এছাড়া শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৭৪ পয়সা।
×