ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শততম টেস্ট নিয়ে রোমাঞ্চিত মুশফিক

প্রকাশিত: ০১:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

শততম টেস্ট নিয়ে রোমাঞ্চিত মুশফিক

অনলাইন রিপোর্টার ॥ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। হাঁটি হাঁটি পা পা করে টেস্টে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেখতে দেখতে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে টাইগাররা। আসন্ন শ্রীলঙ্কা সফরেই শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। এটা নিয়ে ক্রিকেট ভক্তরা বেশ রোমাঞ্চিত। রোমাঞ্চিত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। রবিবার সংবাদ সম্মেলনে শততম টেস্ট খেলার বিষয়ে মুশফিক বলেন, এটা তো অবশ্যই রোমাঞ্চিত হওয়ার মতো ব্যাপার। এটা একটা মাইলফলক। আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সিরিজ জিততে পারি, তাহলে আমাদের রেটিং পয়েন্ট বাড়বে। আর যেটা বলা হচ্ছে, শততম টেস্ট; এটা শুধু আমার জন্য নয় বরং পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় বিষয়। আমাদের জাতির জন্য এটা একটা বড় উপলক্ষ্য। এই উপলক্ষ্যকে সামনে রেখে আমরা এমন কিছু যেন করতে পারি, যা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইতিমধ্যে ৯৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ মার্চ ৯৯তম টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এরপর ১৫ মার্চ লঙ্কানদের বিপক্ষে শততম টেস্ট খেলবে বাংলাদেশ।
×