ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে দুই সহোদরকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০০:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

হবিগঞ্জে দুই সহোদরকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। রবিবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বাহুবল উপজেলাধীন যশপাল গ্রামের মৃত আবদুস ছামাদের পুত্র আব্দুল আলী (৩৮), মৃত মারফত আলীর পুত্র ছায়েদ আলী (৪০) ও আব্দুল মালেকের পুত্র আরজু মিয়া (৩৮)। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, বিগত ২০০৮ সালের ১৮ জুলাই ওই উপজেলাধীন তিতারকোনা হাওর সংলগ্ন ধান ক্ষেতে থেকে আহাদ (১২) ও নুরুজ (১০) নামে আপন দুই ভাইয়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের পিতা ছিদ্দিক আলী বাদী হয়ে সংশ্লিস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফলে তদন্ত শেষে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় সংশ্লিস্ট থানার তৎকালীন উপ-পরিদর্শক এসআই মমিনুল ইসলাম দন্ডপ্রাপ্ত ওই তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য-প্রমানের ভিত্তিতে ওই আদালতের বিজ্ঞ বিচারক মাফরোজা পারভীন আজ রবিবার বিকেলে উপরোক্ত রায় ঘোষনা করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ জানান, এই মামলায় আবদুল আলী গ্রেফতার অবস্থায় এই রায়ের আওতায় থাকলেও অপর দুইজন এখনও পলাতক রয়েছে। উল্লেখ্য, বিয়ের দাওয়াত খাওয়ার কথা বলে উক্ত দন্ডপ্রাপ্তরা শিশু আহাদ ও নুরুজকে বাড়ী থেকে ডেকে নিয়ে এই নৃশংস হত্যাকান্ড ঘটায়।
×