ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০০:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকে : প্রধানমন্ত্রী

জনকণ্ঠ রিপোর্ট ॥ আমরা ব্যবসা-বাণিজ্য করতে আসেনি, মানুষের সেবা করতে এসেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের বদল হয়। দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকে। আর বিএনপি-জামায়াত শুধু নিজেদের উন্নয়ন করে, মানুষকে পুড়িয়ে মারে। রবিবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্থানীয় স্টেডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলার মাটিতে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের স্থান হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কাজে আসেনি। আমরা জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আমার মাথায় একটাই চিন্তা, তা হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন গোলাভরা ধান হয়, মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। সারা দেশে আমরা ৩১ লাখ ৫০ হাজার বয়স্ক মানুষকে ভাতা দিয়েছি। আমাদের সরকারের সময়ে বিদ্যুতের উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগ সরকার আপনাদের হাতে মোবাইল তুলে দিয়েছে। চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। এসব ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি ৩০ প্রকার ওষুধও দেয়া হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বাঙালি জাতির অধিকার আদায় ও স্বাধীনতা লাভে আত্মত্যাগকারী সূর্যসন্তানদের স্মরণ করেন। স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। এর আগে, সভা মঞ্চের পাশে আনুষ্ঠানিকভাবে জেলার ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারও আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সান্তাহারে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সুবিধার প্রথম খাদ্যগুদামের। জনসভায় অতিথি হিসেবে ছিলেন মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
×