ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে নগর বিএনপি থেকে কাউন্সিলর খোরশেদের পদত্যাগ

প্রকাশিত: ০৮:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

না’গঞ্জে নগর বিএনপি থেকে কাউন্সিলর খোরশেদের পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটির (নবগঠিত) দ্বিতীয় যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে তিনি পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান। তিনি টানা তিনবারের সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও একই সঙ্গে মহানগর যুবদলের আহ্বায়কের পদেও রয়েছেন। খোরশেদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের আপন ছোট ভাই। শনিবার দুপুরে ফ্যাক্স ও ই-মেইল করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে ওই পদত্যাগপত্রটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খোরশেদ। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সাবেক এমপি আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সেক্রেটারি করে ২৩ সদস্যের মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে প্রথম যুগ্ম সম্পাদক করা হয়েছে সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের একজন ব্যক্তিগত সহকারীকে যিনি সিটি কর্পোরেশনের কর্মচারী হিসেবে তালিকাভুক্ত। আর দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক করা হয় খোরশেদকে। এ অবস্থায় শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে খোরশেদ বলেন, ‘এক নেতার এক পদ’ অনুসরণ ও কমিটি গঠনে রাজপথের নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক পদটি চলমান রেখে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি। আমাদের বাদ দিলে দল যদি আরও গতিশীল ও শক্তিশালী হয় তবে আমি ও আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পদ থেকেও অব্যহতি দিতে প্রস্তুত আছি।
×