ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলা

প্রকাশিত: ০৬:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলা

তত্ত্বাবধায়ক-শিশু বান্ধব পাঠশালা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। ০১৭৪০-৬২৭৬৫২ পরীক্ষার উপযোগী সম্ভাব্য বিপরীত শব্দঃ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশাকরি ভাল আছ। তোমরা বাংলা বইয়ের প্রথম অধ্যায় ‘এই দেশ এই মানুষ’ সরব ও নিরব পাঠ করেছ। আবারো পাঠ করে নাও।এই অধ্যায়টিতে আমাদের এই দেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যাহোক এখান থেকে পরীক্ষা উপযোগী কিছু বিষয় তুলে ধরা হলো। শব্দার্থ: সৌভাগ্য- ভালো ভাগ্য। সীমান্ত- শেষ প্রান্ত। সংখ্যাগরিষ্ঠ- সংখ্যায় সবচেয়ে বেশি এমন। দৈনন্দিন- প্রতিদিনের। বৈচিত্র্য- বিভিন্নতা। সুখ্যাতি- সুনাম, প্রশংসা। বেলাভূমি- সমুদ্রের তীরে বালুময় স্থান। প্রান্তর- মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান। স্বজন- নিজের লোক, আত্মীয়, বন্ধুবান্ধব। সার্থক- সফল। জনপদ- লোকজনের বসতি রয়েছে এমন জায়গা। যুক্ত বর্ণ ও তা দিয়ে বাক্য গঠন : বিপরীত শব্দ : এছাড়াও বিপরীত শব্দ সম্বন্ধে ধারণা ও আরো কিছু বিপরীত শব্দ দেওয়া হলো : প্রতিটি শব্দের নিজস্ব অর্থ আছে। দুটি শব্দের মধ্যে একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত/উল্টা অর্থ প্রকাশ করে তখন তাকে ঐ শব্দ দুটিকে একটির অপরটির বিপরীত বা বিপরীতার্থক শব্দ বলে। ড. সুকুমার সেন এর মতে- কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করলে সে শব্দ দু’টিকে পরস্পরের বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে। বিপরীতার্থক শব্দ জানলে ভাষা ব্যবহারে তাকে ঠিক সময়ে প্রয়োগ করা যায়। মনের ভাব প্রকাশে তা সহায়ক হয়। ভাষার শ্রুতিমধুরতা, সৌকর্য সাধন, বাক্য গঠনে বৈচিত্র্য আনয়ন ও ভাষা বিশেষভাবে সমৃদ্ধ করতে বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
×