ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ক্যাম্পাস সংবাদ

প্রাইম ইউনিভার্সিটিতে একুশের আলোচনা সভা মঙ্গলবার মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাইম ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মাতৃভাষা আন্দোলন আমাদের স্বাধীকারের প্রথম আন্দোলন। এই আন্দোলনই স্বাধীনতার পথ দেখিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালীদের শিখিয়েছে কোন অন্যায় কাজে বাঙালী যেন মাথানত না করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। তিনি একুশের চেতনা নতুন প্রজন্মেও কাছে ছড়িয়ে দেয়ার আহবান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ভাষা নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করারও আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দীন শাহ, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.এএসএ নূর, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান, রেজিস্ট্র্রার এম এ জব্বার, আইন বিভাগের বিভাগীয় প্রধান গোলাম সারওয়ার, শিক্ষক আবুজামান, মোসাঃ শাহনাজ খানম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রভাতফেরি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিইউবিটিতে মহান একুশে ফেব্রুয়ারি পালিত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রভাতফেরি বিইউবিটির মিরপুরস্থ ক্যাম্পাস-২ থেকে শুরু হয়ে রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। এরপর বিশেষ আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বিইউবিটি ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জয়েন্ট রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিইউবিটির বিপুলসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সবশেষে বিইউবিটি কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ভাষা দিবসের আলোকে কবিতা, দেশাত্মবোধক গান ও নৃত্যের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×