ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ফাগুনের কবিতা ও দেয়াল পত্রিকা উৎসব

প্রকাশিত: ০৬:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

নেত্রকোনায় ফাগুনের কবিতা ও দেয়াল পত্রিকা উৎসব

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বসন্তকাল উপলক্ষে সোমবার নেত্রকোনা সরকারী কলেজে ফাগুনের কবিতা এবং দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করা হয়। কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সোমবার কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কবি সরোজ মোস্তফার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং দেয়াল পত্রিকা ‘উত্তরণ’-এর সম্পাদক জিন্নাতুন নূর মুক্তা। আলোচনা করেন উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাবন্ধিক বিধান মিত্র, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কবি ননী গোপাল সরকার, পদার্থবিদ্যা বিভাগের প্রধান ড. রমা বিজয় সরকার, অর্থনীতি বিভাগের প্রধান জিয়াউল কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ, ছড়াকার ও সাংবাদিক শ্যামলেন্দু পাল, কবি শাহিনুল হক প্রমুখ। উৎসবে বিভিন্ন শ্রেণী ও বিভাগের শিক্ষার্থীদের নির্মিত ৬৩টি দেয়াল পত্রিকা প্রদর্শিত হয়। এসব দেয়াল পত্রিকায় ৩১২ জন নবীন লেখকের লেখা স্থান পায়।
×