ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ গ্রাম থিয়েটারের মানববন্ধন কর্মসূচী

প্রকাশিত: ০৬:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ গ্রাম থিয়েটারের মানববন্ধন কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে প্রতিটি বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার বা সুবিধাজনক স্থানে শনিবার সর্বস্তরের জনতার সহযোগিতায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটার শিশু সংগঠন ভোর হলো এবং অপরাপর সংগঠনের কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ হায়দার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ঢাকার সমন্বয়কারী কামরুল ইসলাম, নাট্যতীর্থের প্রধান তপন হাফিজ, ঢাকা থিয়েটারের এহাসুর রহমান, ওয়াসীম প্রমুখ। এছাড়া কর্মসূচীতে ছাত্র-শিক্ষক, সংস্কৃতিকর্মী ও বিপুল সংখ্যক জনতা অংশ নিয়ে বিষয়টির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচীতে একমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তন, সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্য পুস্তক প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বাংলা ভাষায় পাঠদান ও কোচিং ব্যবস্থার নিষিদ্ধের দাবি জানানো হয়। এদিকে সারাদেশের মতো উত্তরবঙ্গের অন্যতম জেলা বগুড়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা। এর মধ্যে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, সোনাতলার সোনাতলা থিয়েটার, কাহালুর কাহালু থিয়েটার ও প্রভাতী থিয়েটার, ধুনটের ধুনট থিয়েটার, সারিয়াকান্দির যমুনা থিয়েটার এবং সংশ্লিষ্ট সংগঠনের শিশু সংগঠন ভোর হলো। বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার এবং ভোর হলো বগুড়ার সাতমাথায় বিকাল ৪ টায় মানববন্ধন কর্মসূচী পালন করে। ইতোমধ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। এই আয়োজনে সকল শ্রেণীপেশার সচেতন নাগরিকদের অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। আগামীতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
×