ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাদেরী কিবরিয়ার সঙ্গীত সন্ধ্যায় বিশিষ্টজনদের মিলনমেলা

প্রকাশিত: ০৬:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

কাদেরী কিবরিয়ার সঙ্গীত সন্ধ্যায় বিশিষ্টজনদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের একুশে পদকপ্রাপ্তি উপলক্ষে এক মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যায় বিশিষ্টজনরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক তার গুলশানের বাসভবনে স্বদেশ রায়ের সম্মানে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন। এই আয়োজনে বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল এক মিলনমেলায়। তারা সকলেই স্বদেশ রায়কে অভিনন্দন জানান। স্বদেশ রায় বরাবরের মতোই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের আপোসহীন সৈনিক হিসেবে আজীবন কাজ করে যাবেন বলে তাঁরা প্রত্যাশা করেন। এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত দুইজন কণ্ঠশিল্পী কাদেরী কিবরিয়া এবং শ্যামা রহমান। অনুষ্ঠানে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘কালো সেই যতোই কালো হোক’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি’, ‘আমারো পরান যাহা চায়’সহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিভিন্ন গান পরিবেশন করেন এই দুই শিল্পী। এছাড়াও শ্রোতাদের অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সহকারী এ্যাটর্নি জেনারেল স্বপন কুমার দাস। এ সময় স্বদেশ রায়ের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সুপ্রীমকোর্টের আইনজীবী চিত্রা রায়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু এমপি, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবউদ্দিন চুপ্পু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, গবেষণা সংস্থা সুচিন্তার আহ্বায়ক অধ্যাপক মোঃ এ আরাফাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর এ্যাডভোকেট জেয়াদ আল মালুম, ব্যারিস্টার তুরিন আফরোজ, ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ, পুলিশের কাউন্টার টেররিজমের উপকমিশনার ব্যারিস্টার প্রলয় কুমার জোয়ারদার, হিউম্যান রাইটর্স এ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট এ্যাডভোকেট মনজিল মোরসেদ প্রমুখ। উল্লেখ্য, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য গত ২০ ফেব্রুয়ারি একুশে পদক ২০১৭ গ্রহণ করেন স্বদেশ রায়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত অন্য ১৬ জনের সঙ্গে তার হাতেও এই পদক তুলে দেন। সাংবাদিক স্বদেশ রায় দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করা ছাড়াও কলামিস্ট হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কলাম লিখছেন তিনি।
×