ঢাকা, বাংলাদেশ   বুধবার ১০ এপ্রিল ২০২৪, ২৭ চৈত্র ১৪৩০

স্বপ্ন ভেঙ্গে চুরমার র‌্যানিয়েরির!

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

স্বপ্ন ভেঙ্গে চুরমার র‌্যানিয়েরির!

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে লিচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের গল্পটা শুধু রূপকথার সঙ্গেই মানায়। অসামান্য সেই কীর্তির অন্তরালে ছিলেন ক্লাউডিও র‌্যানিয়েরি। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের সৌজন্যেই নিজেদের ক্লাব ইতিহাসের প্রথম লীগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল লিচেস্টার সিটি। কিন্তু লীগ শিরোপা জয়ের বছরে লিচেস্টার সিটি যেমন পারফর্মেন্স উপহার দিয়েছিল। এই মৌসুমে তার ছিটেফোঁটাও করে দেখাতে পারেনি। এফএ কাপ, লীগ কাপ কিংবা প্রিমিয়ার লীগÑ সর্বত্রই যেন সেই পুরনো দল। ইউরোপ সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকেও বিদায়ের পথে। প্রিমিয়ার লীগে তো অবনমন থেকে মাত্র এক পয়েন্ট দূরত্বে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার সেই মাশুলই গুনতে হলো র‌্যানিয়েরিকে। বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ বরখাস্ত করল তাদের ইতিহাসেরই সবচেয়ে সফল নায়ককে। শিরোপা জয়ের মাত্র নয়মাস পরই এমন ধাক্কা প্রত্যাশাও হয়ত করেননি র‌্যানিয়েরি। তাই তো শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাউডিও র‌্যানিয়েরি বলেন, ‘গতকালই (বৃহস্পতিবার) আমার স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। গত মৌসুমে শিরোপা জয়ের পর আমার সকল স্বপ্নই ছিল শুধু লিচেস্টার সিটিকে ঘিরে। কিন্তু খুব দুঃখের সাথেই বলতে হয় যে, তা আর নেই।’ তবে পরিবার, ক্লাব কর্তৃপক্ষ এবং সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি র‌্যানিয়েরি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লিচেস্টার সিটির দুঃসাহসিক অভিযান ছিল সত্যিই রোমাঞ্চকর। তা অনন্তকাল আমার সঙ্গেই থাকবে। ক্লাবের সকলকেই আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যা অর্জন করেছি তার সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাই, বিশেষ করে সমর্থকদের। প্রথমদিন থেকেই আমাকে তারা তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। তোমাদের প্রতিও আমার সমান ভালবাসা ছিল। লিচেস্টার সিটিতে থাকার সময় আমার স্ত্রী রোসানা এমনকি পরিবারের সকলেই যে অফুরন্ত সমর্থন দিয়ে গেছেন সেজন্য তাদের সকলের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ গোটা ফুটবলবিশ্বকে অবাক করে লিচেস্টার সিটিকে অন্য এক উচ্চতায় নিয়ে যান র‌্যানিয়েরি। আর তার মতো কোচকে এভাবে বরখাস্ত করায় হতবাক জোশে মরিনহো। এমনিতেই উচিত কথা বলতে তার জুড়ি নেই। র‌্যানিয়েরির বরখাস্তের খবর পেয়ে আবেগাপ্লুত ম্যানইউ কোচ তো বলেই ফেললেন, লিচেস্টারের স্টেডিয়ামের নাম বদলে র‌্যানিয়েরির নামে রাখা হোক। ওয়ালটন ওরিয়েন্টাল কুস্তি শুরু স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে পল্টন মাঠে শুরু হয়েছে ‘ওয়ালটন ওরিয়েন্টাল কুস্তি প্রতিযোগিতা’র প্রথম আসর। উদ্বোধনী দিনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রিনা আক্তার। রানারআপ হন বাংলাদেশ আনসারের লাকী আক্তার। সকালে পল্টন মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগ) ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এই প্রতিযোগিতায় ১৬ ওজন শ্রেণীতে চারটি সার্ভিসেস দলের শতাধিক কুস্তিগীর (পুরুষ ও মহিলা) অংশ নিয়েছেন। দলগুলো হলো : বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার। উল্লেখ্য, এই কুস্তি প্রতিযোগিতা উন্মুক্ত মাঠের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে।
×