ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাদাকালো ৬৪ চেস এ্যাওয়ার্ড নাইট

গ্র্যান্ডমাস্টার রাজীব সেরা দাবাড়ু

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

গ্র্যান্ডমাস্টার রাজীব সেরা দাবাড়ু

স্পোর্টস রিপোর্টার ॥ দাবা বিষয়ক ম্যাগাজিন সাদাকালো ৬৪’র আয়োজনে দাবা এ্যাওয়ার্ড ২০১৬ আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের নৈপুণ্যের ভিত্তিতে বাংলাদেশের দাবা অঙ্গনের সেরা দাবাড়ু, সেরা মহিলা দাবাড়ু, সেরা উদীয়মান দাবাড়ু হিসেবে যথাক্রমে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদেমাস্টার নাজরানা খান ইভা এবং তাহসিন তাজওয়ার জিয়াকে পুরস্কৃত করা হয়। এছাড়া দেশের দাবার বিকাশে অসামান্য অবদান রাখার জন্য লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড দেয়া হয় বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক অধ্যাপক শরফুদ্দিন রেজা হাইকে। বিশিষ্ট দাবাড়ু খন্দকার কায়েস হাসানের সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানে দেশের চার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবসহ অন্যান্য দাবাড়ু ও সংগঠকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের সহ-সভাপতিদ্বয় কে এম শহিদউল্যা এবং সাইফুল তারেক। ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে পল্টন ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে চারদিনব্যাপী পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা। উদ্বোধনী দিনের খেলায় ওয়ারী ক্লাব স্পার্কলিং এন্ড্রোমিডা ক্লাবকে, ইউনাইটেড ক্লাব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে, শাহবাগ স্পোর্টিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ওয়ারী ক্লাব ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে এবং স্পার্কলিং এন্ড্রোমিডা ক্লাব ইউনাইটেড ক্লাবকে হারায়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।
×