ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিশাল জয় এবি’র রেকর্ডময় ওয়ানডেতে

প্রকাশিত: ০৬:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিশাল জয় এবি’র রেকর্ডময় ওয়ানডেতে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৯ হাজার রান সংগ্রহের নতুন রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া অধিনায়কের ৮০ বলে ৮৫ রানের দারুণ ইনিংসের সৌজন্যে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১এ এগিয়ে গেছে সফরকারীরা। ওয়েলিংটনে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রানের ফাইটিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩২.২ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড। ক্যারিয়ারের ২১৪তম ওয়ানডের ২০৫ নম্বর ইনিংসে ব্যক্তিগত ৯০০০ রানের মাইলস্টোনে পা রাখেন এবি। ২২৮ ইনিংসে ৯ হাজারি ক্লাবে নাম লিখিয়ে রেকর্ডটা এতদিন ছিল সাবেক ভারতীয় তারকা সৌরভ গাঙ্গুলীর দখলে। রানের হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়। রেকর্ডময় দিনে ম্যাচসেরাও হয়েছেন তুখোড় প্রোটিয়া উইলোবাজ এবি ডি ভিলিয়ার্স। হ্যামিল্টনে চতুর্থ ওয়ানডে বুধবার। টস জিতে ব্যাটিং নেয়া দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহে ওপেনার কুইন্টন ডি ককের অবদান ৬৮। ফ্যাফ ডুপ্লেসিস ৩৬ ও ওয়েইন পারনেল করেন ৩৫ রান। স্বাগতিকদের হয়ে কলিন ডি গ্র্যান্ডহোম নেন ২ উইকেট। একটি করে শিকার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের। জবাবে প্রোটিয়াদের বিধ্বংসী বোলিংয়ের মুখে কিউইদের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আটে নামা গ্র্যান্ডহোম সর্বোচ্চ অপরাজিত ৩৪, এছাড়া তিন অঙ্ক ছুঁতে পারেন শুধু তিন ব্যাটসম্যান। ৫৮ রানেই প্রথম ৬ উইকেট হারায় কেন উইলিযামসনের দল । ঘরের মাটিতে ২০০৭ সালের (৩৯/৬ বনাম শ্রীলঙ্কা) পর কিউদের এমন ধস আর হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান অধিনায়ক উইলিয়ামসনের, রস টেইলর ১৮ ও নেইল ব্রুম ১৩। দক্ষিণ আফ্রিকার চার পেসারই প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন। ডোয়াইন প্রিটোরিয়াস ৩, কাগিসো রাবাদা, পারনেল ও এ্যান্ডেল ফেলুকোয়াও নিয়েছেন দুটি করে উইকেট। ওয়েলিংটনের একতরফা ম্যাচটার কথা আসলে ডি ভিলিয়ার্সের জন্যই অনেকদিন মনে থাকবে। কেবল দ্রুত ৯ হাজারই নয়, আরও রেকর্ড হয়েছে এবি’র। ৯০০০ রান করতে ডি ভিলিয়ার্স বল খেলেছেন ৯০০৫টি। আর ৫টা বল কম হলেই স্ট্রাইক রেট ১০০ থাকত। তবে আফসোস নেই। ওয়ানডে ইতিহাসে এ পর্যন্ত যে ১৮ জন ব্যাটসম্যান ৯ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন, তাদের মধ্যে ডি ভিলিয়ার্সই সবচেয়ে কম বল খেলেছেন। এক্ষেত্রে এ্যাডাম গিলক্রিস্টকে দুইয়ে নামিয়ে দিয়েছেন তিনি। সাবেক অস্ট্রেলীয় হার্ডহিটারের লেগেছিল ৯৩২৮ বল। ক্যারিয়ারে ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সময়ে সবচেয়ে বেশি গড়ও এবির (৫৩.৮৯), পেছনে মহেন্দ্র সিং ধোনি (৫০.৯৬)। বাকি ১৬ জনের গড় ছিল ৪৫’র নিচে। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস ২৭১/৮ (৫০ ওভার; ডি ভিলিয়ার্স ৮৫, ডি কক ৬৮, ডুপ্লেসিস ৩৬, আমলা ৭, ডুমিনি ১৬, পারনেল ৩৫, প্রিটোরিয়াস ১১; গ্র্যান্ডহোম ২/৪০, বোল্ট ১/৪৭, সাউদি ১/৬৬)। নিউজিল্যান্ড ইনিংস ১১২/১০ (৩২.২ ওভার; লাথাম ০, উইলিয়ামসন ২৩, টেইলর ১৮, নিশাম ১৩, গ্র্যান্ডহোম ৩৪*, প্রিটোরিয়াস ৩/৫, পারনেল ২/৩৩, ফুকায়োও ২/১২)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১এ এগিয়ে।
×