ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাটলেটিকোর মাঠে বার্সার অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

এ্যাটলেটিকোর মাঠে বার্সার অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। কিন্তু চলতি মৌসুমের শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিল কাতালান ক্লাবটি। যদিওবা শুরুর সেই ধাক্কা সামলিয়ে ক্রমেই স্বরূপে ফিরেছে লুইস এনরিকের দল। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র এক। তবে আজই প্রথমবারের মতো লীগ টেবিলের শীর্ষে উঠার দারুণ সুযোগ কাতালানদের সামনে। সেক্ষেত্রে আজ এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিততেই হবে। ম্যাচটি হবে ভিসেন্টে ক্যালডেরন স্টেডিয়ামে। যে কারণেই আজ বেশ সতর্ক থেকেই মাঠে নামবে লুইস এনরিকের দল। কেননা শিরোপা ধরে রাখতে হলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও নিজেদের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে মেসি-নেইমারদের। তা স্বীকার করেছেন বার্সিলোনার রক্ষণসৈনিক জর্দি আলবাও। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে কাতালানদের এই স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘এখনও আমাদের শিরোপা ধরে রাখার আশা বেঁচে আছে। এখন যেভাবে খেলছি ঠিক সেভাবে মৌসুমের বাকি সময়টাও পারফর্মেন্স উপহার দিতে পারলে আমাদের শিরোপা জয়ের সুযোগ আছে।’ বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছেন তিনি। লা লিগার চলমান আসরে মৌসুমের প্রথম ২০ ম্যাচে করেছেন সর্বোচ্চ ১৯ গোল। ২১ ম্যাচে ১৮ গোল করে দ্বিতীয় স্থানে মেসিরই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। ১৮ ম্যাচে ১৫ গোল করে তিন নম্বরে অবস্থান করছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ ভিসেন্টে ক্যালডেরন স্টেডিয়ামে স্বাগতিক এ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে বার্সিলোনার হয়ে ৪০০তম ম্যাচ জয়ের বিস্ময়কর কীর্তি গড়বেন লিওনেল মেসি। ২০০৪ সালে বার্সিলোনার জার্সিতে অভিষেক ঘটে তার। এই সময়ের মধ্যে কাতালান ক্লাবটির হয়ে সবধরনের প্রতিযোগিতামূলক ৩৯৯টি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। বাকি ৬৪ ম্যাচে হার এবং ১০২ ম্যাচে ড্রয়ের স্বাদ পেয়েছেন এলএম টেন। সর্বশেষ লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচেও ত্রাতার ভূমিকায় ছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। কাতালানদের হয়ে দুটি গোলই করেছেন লিওনেল মেসি। গত একযুগ ধরেই ফুটবল বিশ্বে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। ইতিহাসের সেরা ফুটবলারের মধ্যে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেভিয়ার তারকা স্ট্রাইকার স্টিভেন জোভেটিক অবশ্য রোনাল্ডোকে নয়, বরং এই বিতর্কে এগিয়ে রাখলেন মেসিকেই। এ প্রসঙ্গে ২৭ বছর বয়সী জোভেটিক জানান, মেসিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। সেভিয়ার এই তারকার মতে, ‘মেসি সেরা। অন্য কোন ফুটবলার তার জায়গায় বসতে পারেনি, পারবে না। কেউ মেসির থেকে সেরা নন। যখন আপনি তারদিকে তাকাবেন, দেখবেন সে সবকিছুই সহজ করে দিয়েছে। সর্বকালের সেরা ফুটবলার তিনিই।’ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। তারচেয়ে বেশি এই পুরস্কার জিততে পারেননি আর কেউ। রোনাল্ডো গতবছরের বর্ষসেরা ফুটবলার হয়ে চতুর্থবার এমন পুরস্কার পান। তবে মেসি-রোনাল্ডোর আজ অবশ্য সেই বিতর্কে তাকানোর মোটেই সুযোগ নেই। কেননা মেসির পর যে মাঠে নামতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। তবে রিয়াল মাদ্রিদ যখন ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামবে তার আগেই জেনে যাওয়া যাবে বার্সা-এ্যাটলেটিকোর ম্যাচের ফলাফল। তাই বার্সা যদি এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শীর্ষে উঠেও যায় তাহলে বেল-রোনাল্ডোরা নিশ্চই তাদের টপকানোর লক্ষ্য নিয়েই মিশন শুরু করবেন। জিনেদিন জিদানের শিষ্যদের জন্য এটা অবশ্য জয়ে ফেরার মিশনও। কেননা গত সপ্তাহে যে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় লস ব্ল্যাঙ্কোসরা। অথচ গত বছরটা স্বপ্নের মতো কেটেছে রিয়ালের। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপারকাপ জয়ের পর বছরের শেষ মুহূর্তে ক্লাব বিশ্বকাপের শিরোপাটাও নিজেদের শোকেসে তুলেন রামোস-বেনজেমারা। কিন্তু চলতি বছরেই যেন খেই হারিয়ে ফেলে রিয়াল। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আজ নিঃসন্দেহেই নিজেদের সেরাটা দিয়েই খেলবেন জিনেদিন জিদানের শিষ্যরা। স্প্যানিশ লা লিগায় দিনের অন্য ম্যাচগুলোতে এস্পানিওল স্বাগত জানাবে ওসাসুনাকে, এ্যাথলেটিক বিলবাও মুখোমুখি হবে গ্রানাডাকে আর স্টোর্টিং গিজনের প্রতিপক্ষ সেল্টা ভিগো।
×