ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফর

সেরাটা দেয়ার চেষ্টা করবেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সেরাটা দেয়ার চেষ্টা করবেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা পুরস্কার জিতেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন। আবার ইএসপিএন ক্রিকইনফোর টি২০ বর্ষসেরা বোলারও হয়েছেন তিনি। সময়টা ভালই যাচ্ছে। এই ভাল সময়ের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও আছেন মুস্তাফিজ। তাই সিরিজে সেরাটা দেয়ার চেষ্টা করবেন বলেই শনিবার জানিয়েছেন। বলেছেন, ‘অনেকদিন বাইরে ছিলাম। ইনজুরির পর নিউজিল্যান্ড সফরে ছিলাম। টেস্টেও সাথে ছিলাম। খেলতে পারিনি। ইনজুরির পরে খেলার অভ্যাস ছিল না। ভারতে আমি যেতে পারিনি। তবে দুটি বিসিএলের ম্যাচ খেলেছি। সেখানে ভাল হয়েছে আমার।’ সঙ্গে যোগ করেন, ‘টেস্ট দলে আছি। আমি জানি না ওয়ানডে ও টি২০ দলে থাকব কিনা। যদি তিন সংস্করণে থাকতে পারি চেষ্টা করব আমার সেরাটা দেয়ার।’ ইএসপিএন-ক্রিকইনফো ২০১৬ সালের টি২০ ফরমেটে বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ। আনন্দ হওয়ারই কথা। পুরস্কার উৎসাহিতও করে। শুক্রবার রাতে এ ঘোষণা দেয়া হয়। এই বিস্ময় বোলার ২০১৫ সালের বর্ষসেরা অভিষিক্তের পুরস্কারও জিতেছিলেন। মুস্তাফিজ গত টি২০ বিশ্বকাপে ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট তুলে নেন। অবশ্য ১৪৫ রান তাড়া করতে নেমে এদিন ৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মুস্তাফিজ এমন এক ক্রিকেটার যার এত কিছু ছুঁয়ে যায় না। তিনি বর্তমান নিয়েই চিন্তা করেন বেশি। অনেকদিন টেস্ট ক্রিকেট খেলেননি। সেই ২০১৫ সালের জুলাই-আগস্টের পর টেস্ট খেলা হয়নি। ৭ মার্চ গলে ও ১৫ মার্চ কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজের দলে আছেন। আশা করা হচ্ছে, মুস্তাফিজ খেলবেনও। তিনি খেলার বিষয়ে আত্মবিশ্বাসীও। এখন অনেক ভাল আছেন বলেও জানিয়েছেন, ‘এখন অনেক ভাল। এখন সবকিছু ভাল যাচ্ছে। এখন কোনকিছু (সমস্যা) নাই। আমাকে সুযোগ দিলে (শ্রীলঙ্কার বিপক্ষে) আমি চেষ্টা করব সেরাটা দেয়ার।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রাখার জন্য মুস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দুই রাউন্ড খেলানো হয়েছে। মুস্তাফিজ তা খেলে ছন্দেও ফিরেছেন। দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলার বিষয়ে যে অস্বস্তি ছিল, তা দূরও হয়ে গেছে। মুস্তাফিজ বলেছেন, ‘বিসিএল খেললাম দুইটা। ওইখানে তো জোরে করার চেষ্টা করেছি। পাশাপাশি সুইং করানোরও চেষ্টা করেছি। আর আমার কাটার কিংবা সেøায়ার যেটা আছে ওইটা চারদিনের ম্যাচে তত কার্যকরী হয় না। তবে ভাল জায়গায় ধারাবাহিক ছন্দে বল করার চেষ্টা করেছি।’ অস্ত্রোপচারের পর এখন আর ভিন্ন কিছু করতেও হয় না মুস্তাফিজকে। সঠিক নিয়মেই সব করে চলেছেন। শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতিও সারছেন। ওয়ার্মআপও চালিয়ে যাচ্ছেন। মুস্তাফিজই যেমন বললেন, ‘ওয়ার্মআপের কিছু থাকে। আর থ্রো থাকে বেশি দূরেরটা। এখন যাচ্ছে (বল দূরে)। প্রথমে যেত না।’ মুস্তাফিজ পুরোপুরি ফিট এখন। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সেরাটা দেয়ার অপেক্ষাতেই আছেন।
×