ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় ॥ রিয়াজুল হক

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

রোহিঙ্গাদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় ॥ রিয়াজুল হক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, রোহিঙ্গাদের যদি সরকার অন্যত্রে নিয়ে যেতে চায়, তাহলে ওই স্থানটা বসবাসের উপযোগী করেই নিয়ে যেতে হবে। ওখানে যেন রোহিঙ্গাদের মানবাধিকার কোনভাবে লঙ্ঘিত না হয়- তা বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করতে কাজ করাই বাংলাদেশের এ মুহূর্তে করণীয় বলে মন্তব্য করেন তিনি। শনিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শনিবার সকালে কুতুপালং অনিবন্ধিত (বস্তি) ও নিবন্ধিত দুইটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এরপর পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্পের একটি স্বাস্থ্য ক্লিনিক। ও সময় ইউএনডিপি, আইওএম, ইউএনসিআরসহ কয়েকটি বেসরকারী সংস্থার উর্ধতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে মুক্তিযোদ্ধা, অবসর প্রাপ্ত শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি শনিবার বক্তারপুরের কলুন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ১৬ মুক্তিযোদ্ধা, ২০ অবসরপ্রাপ্ত শিক্ষক ও ১৫ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসভাপতি সাজ্জাদ হোসেন ভুইয়ার সভাপতিত্বে শিল্পপতি ও গাজীপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহম্মেদ বাদল, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মুশফিকুর রহমান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ গণী ভুইয়া উপস্থিত ছিলেন। আইসিইউ নিউনিটের উদ্বোধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শনিবার ওসমানী হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) নিউনিটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিয়া। ২০০৬ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে তিনদফা এই আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন। তবে উদ্বোধন হলেও সেবা ব্যবস্থা চালু হয়নি। এখন থেকে আইসিইউ ইউনিটে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপপরিচালক ডাঃ দেবপদ রায়। যন্ত্রপাতি ও লোকবল সঙ্কটের কারণে এতদিন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি। জানা যায়, ২০০৫ সালের ১৯ মার্চ ওসমানী হাসপাতালের ‘আইসিইউ ও ক্যাজুয়ালিটি ইউনিট’ ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
×