ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ ফেব্রুয়ারি ॥ রবিবার বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮১তম জন্মবার্ষিকী। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। বাবা আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। বাল্যকালেই তিনি বাবা-মাকে হারান। লেখাপড়া করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত। জন্মবার্ষিকী পালন উপলক্ষে তার জন্মস্থান নূর মোহাম্মদ নগরে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মৃত্যুবরণ করেন লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়। বর্তমানে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, ছেলে গোলাম মোস্তফা কামাল ও তিন মেয়ে আছেন। এ বীরের সম্মানার্থে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হয়েছে। ২০০৮ সালের ১৮ মার্চ কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। এদিকে নূর মোহাম্মদের বাড়িতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। নূর মোহাম্মদ শেখের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি নূর মোহাম্মদনগরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দুয়ায় আটক ৪৫ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ ফেব্রুয়ারি ॥ কেন্দুয়া উপজেলায় পুলিশ ও জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই বিএনপি, ছাত্রদল ও বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী। শুক্রবার ঘটনার পর থেকে শনিবার ভোর পর্যন্ত এদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক সংসদ সদস্য আহসান আহমেদের দাফন সম্পন্ন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার রাজনৈতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব সদর আসনের সাবেক সংসদ সদস্য আহসান আহমেদের দাফন শনিবার সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় প্রথম দফা ও শনিবার বাদ যোহর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং বাদ আছর জেলা সদর উপজেলার রামনগর ইউনিয়নের চয়ন নগরের ঈদগাহ মাঠে শেষ দফার জানাজা পর বাবা চয়ন উদ্দিন, মা আমেনা বেগম ও স্ত্রী সেলিনা বেগমের কবরের পাশে তাকে দাফন করা হয়। মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপি নেতারা দাফনে অংশ নেন।
×