ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্দেশ মানছে না ৪৬ স্কুল

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্দেশ মানছে না ৪৬ স্কুল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ৪৬টি স্কুলে গত জানুয়ারিতে ভর্তি ও পুনঃভর্তির নামে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার ব্যাপারে এখনও কেউ সিদ্ধান্ত নেয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত প্রদান অথবা সমন্বয়ের নির্দেশনা দেয়া হলেও তা মানছে না স্কুল কর্তৃপক্ষ। ফলে মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বাকি সবগুলো অনড় অবস্থানে থাকায় জেলা প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ উঠেছে। আগামী ২ মার্চের মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত না দিলে সিডিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অধ্যক্ষের অপসারণ দাবিতে কর্মসূচী ঘোষণা করবে। অভিভাবকদের অভিযোগ, জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার ওই সব স্কুলের সঙ্গে সখ্যর কারণে জেলা প্রশাসকের নির্দেশ কার্যকর হচ্ছে না। ফলে জেলা প্রশাসনে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি অভিভাবকগণ। এদিকে ক্যাবের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্দেশনা কার্যকর হয়েছে কি-না তা পরিদর্শন করে দেখা হচ্ছে। শনিবার নগরীর সিডিএ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা ক্যাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করে। অভিভাবকরাও এ প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এ সময় অভিভাবকরা জোরালোভাবে জেলা প্রশাসনের নির্দেশনা কার্যকরের দাবি জানান। এছাড়া কিছু কিছু স্কুলে জেলা প্রশাসনের উর্ধতন পর্যায়ের কর্মকর্তাদের আত্মীয়স্বজন ও পোষ্যরা পড়ালেখা করার কারণে ওই সব প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে মির্জা আহমেদ ইস্পাহানি হাই স্কুলে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তার মেয়ে পড়ালেখা করার কারণে ওই স্কুলে আদায়কৃত ছয় হাজার টাকা ফেরত দূরে থাক, ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে স্কুল ডায়েরি, আইডি কার্ডসহ বিভিন্ন খাতে মাসিক বেতন ১৩শ’ টাকার সঙ্গে সাড়ে ৮শ’ টাকা অতিরিক্ত নেয়া হয়েছে। বক্তাদের প্রশ্ন, কী কারণে বাকি সাড়ে ৮শ’ টাকা নেয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে না জেলা প্রশাসনের কর্মকর্তার পোষ্য থাকার কারণে। অথচ একই প্রতিষ্ঠানের পরিচালিত ইস্পাহানি পাবলিক স্কুল এ্যান্ড কলেজে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ রেখে সরকারী নির্দেশনা অনুযায়ী ভর্তি ফি ও পুনঃভর্তি ফি বাবদ তিন হাজার টাকা আদায়ের নোটিস টাঙানো হয়েছে। মাসিক বেতন বৃদ্ধি করলেও তা ২শ’ টাকা কমিয়ে আনার পরিকল্পনা চলছে পরিচালনা পর্ষদে। ক্যাবের পক্ষ থেকে জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির তদন্তে ৪৬টি স্কুলের বিরুদ্ধে ভর্তি ও পুনঃভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে সিডিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় নীতিমালা ২০১৬ না মানায় ও অতিরিক্ত অর্থ ফেরত না দেয়ায় শনিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্কুল আঙ্গিনায়।
×