ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৭ মাস কারাভোগের পর দেশে ফিরল পাঁচ কিশোর

প্রকাশিত: ০৫:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

১৭ মাস কারাভোগের পর দেশে ফিরল পাঁচ কিশোর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে ১৭ মাস সাজাভোগ শেষে ৫ বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে ভারত। শনিবার বেলা ১১টায় বাংলা হিলি চেকপোস্ট গেটে ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি মোঃ আফতাব হোসেনের কাছে তাদের ৫ জনকে হস্তান্তর করেন। এ সময় বিজিবি-বিএসএফের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়। ফেরত আসা কিশোররা হলো- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মশিউর রহমান (১৬), মৃত গুল মোহাম্মদের ছেলে আফসার হোসেন (১৭), ইফনুছ আলীর ছেলে বাদল রানা (১৪), আমিরুল ইসলামের ছেলের মামুন হোসেন (১৫) ও যাদুরানী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর রানা (১৫)। হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, এরা ২০১৫ সালে হরিপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক বরে। তারপর ১৭ মাস তারা ভারতের পুনড় শিশু কল্যাণ কেন্দ্রে আটক ছিল। প্রাণিসম্পদ প্রদর্শনী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার চিটাগাং ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্সেস ইউনির্ভাসিটি (সিভাসু) ক্যাম্পাসে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। টিকেট কেটে এনাটমি মিউজিয়াম দেখেছি। আমাদের দেশে এ ধরনের মিউজিয়াম এখনও গড়ে উঠেনি। তাই জনসাধারণের সুবিধার্থে একটি এনাটমি পার্ক গড়ে তোলা প্রয়োজন। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন সভাপতির বক্তব্যে বলেন, শিশুদের জন্য দুধ, ডিম, মাছ, মাংস নিশ্চিত করতে হবে। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির দেশী-বিদেশী পাখি, কবুতর, পোষা কুকুর, গাভী, ছাগল, ভেড়া, কোয়েল, টার্গি, কুমির ইত্যদি জাতীয় প্রাণী প্রদর্শিত হয়। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ ফেব্রুয়ারি ॥ চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের হাজীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০০ ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চাকরিজীবী ১০ বন্ধু মিলে বেতনের টাকা থেকে বাঁচিয়ে জনগণের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ দেয়া হয়। শনিবার বেলা ১২টায় এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চর মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মল হক জমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন জনগণের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান আঃ হাই শিকদার, পরিচালক রাশিদুল আলম, শাহ মোঃ সুুমন, জুলি, মোঃ খন্দকার, আবদুর রব তালুকদার প্রমুখ।
×