ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরে বাংলা স্বর্ণপদক পেলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

শেরে বাংলা স্বর্ণপদক পেলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ ফেব্রুয়ারি ॥ সমাজসেবা ও প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শেরে বাংলা স্বর্ণপদক ২০১৭ পেলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ তাকে এই স্বর্ণপদক প্রদান করে। বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ‘ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও কলকাতা-বাংলাদেশের গুণীজনদের এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ও অন্য গুণীজনদের হাতে স্বর্ণপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীমকোর্টের এপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি জয়নুল আবেদীন। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন সামসুল হুদা, ভাষাসৈনিক রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব আহমেদ হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেকেন্দার আলী, উক্ত সংগঠনের সদস্য সচিব আর. কে রিপন প্রমুখ। বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ॥ ঢাবি উপাচার্য স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আমরা বাংলায় আজ লেখাপড়ার যে সুযোগ পাচ্ছি, সেটি করে দিয়েছেন ভাষা শহীদরা। বাংলা ভাষা সঠিকভাবে শিখতে ও জানতে হবে। বাংলা ভাষা শুদ্ধভাবে বলা, শুদ্ধভাবে লেখা ও সঠিক উচ্চারণ করা হচ্ছে সর্বোচ্চ অধিকার। অন্য ভাষারও প্রয়োজন আছে, তবে বাংলা ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জলিল উদ্দিনের সভাপতিত্বে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রহমত উল্লাহ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ। সীমান্তে ১৭ গরু আটক নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৫ ফেব্রুয়ারি ॥ পানবাড়ি সীমান্তে ১৭টি গরুসহ শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি আটক করেছে বিজিবি। জানা যায়, শনিবার ভোরে পাটগ্রাম থানার পানবাড়ী বিওপি গেট এলাকা থেকে ১৭টি ভারতীয় গরু এবং স্যালো ইঞ্জিনের ভটভটি আটক করা হয়।
×