ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে দুই পুলিশ আটক

বাস চালকদের জিম্মি করে টাকা লুট

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বাস চালকদের জিম্মি করে টাকা লুট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চরমোনাইর মাহফিলের উদ্দেশ্যে দেশের বিভিন্নস্থান থেকে আসা মুসল্লিদের রিজার্ভ বাসের ছয় চালক ও হেলপারকে জিম্মি করে ২০ হাজার টাকা ও মোবাইল সেট লুট করার সময় হাতেনাতে বিএমপির ট্রাফিক বিভাগের দুই সদস্যকে শনিবার ভোরে অবরুদ্ধ করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, চরমোনাইর মাহফিলগামী মুসল্লিদের দেশের বিভিন্নস্থান থেকে বহন করে নিয়ে আসা রিজার্ভ বাসগুলো নগরীর রূপাতলী এলাকায় রাখা হয়। সেখানে শনিবার ভোর পাঁচটার দিকে ট্রাফিক বিভাগের এটি এসআই ওয়াসিম ও কনস্টেবল চাঁন মিয়া তাদের এক সোর্সকে নিয়ে হাজির হন। পরবর্তীতে বাসের ছয় চালককে তারা জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল সেট হাতিয়ে নেয়। বিষয়টি অন্যান্য বাসের চালক ও হেলপাররা টের পেয়ে দুই পুলিশকে ঘেরাও করে রাখে। এ সময় পার্শ্ববর্তী মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হওয়া মুসল্লিরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় মুসল্লিদের সহায়তায় দুই ট্রাফিক পুলিশকে টাকা ও মোবাইল সেটসহ আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। তাৎক্ষণিক থানার এসআই মহিউদ্দিন ও এএসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের দুইটি টিম ট্রাফিক বিভাগের উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে ট্রাফিক বিভাগের উর্ধতন কর্মকর্তারা জনতার হাতে অবরুদ্ধ দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানান, আটককৃত দুই পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদে তাদের বলছেন ড্রাইভার ও হেলপাররা গাড়ির মধ্যে জুয়ার আসর বসিয়েছে, এমন খবর সোর্সের মাধ্যমে পেয়ে তারা সেখানে গিয়েছিল। আটক দুই পুলিশ সদস্য ট্রাফিক বিভাগের হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
×