ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেরাজেম মেরিট স্কলারশিপ পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সেরাজেম মেরিট স্কলারশিপ পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ১১ মেধাবী শিক্ষার্থী ‘সেরাজেম মেরিট স্কলারশিপ এ্যাওয়ার্ড’ লাভ করেছেন। এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা ২৩ ফেব্রুয়ারি উপাচার্য লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি তাদের অভিনন্দন জানান। এ সময় সেরাজেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেওন কি সুন, বাণিজ্যিক পরিচালক জি ইয়ং কেওন, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর, সহযোগী অধ্যাপক ড. সাদিক হাসান, প্রভাষক আরিফুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেরাজেম হলো দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষস্থানীয় মেডিক্যাল ডিভাইস কোম্পানি।-বিজ্ঞপ্তি বিএসসিসিএলের দ্বিতীয় সাবমেরিন কেবলের কার্যক্রম চালু বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হওয়ার লক্ষ্যে কোম্পানি ২৮ ডিসেম্বর ২০১১ সালে ঝঊঅ-গঊ-ডঊ-৫ সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। অতঃপর কোম্পানি ৭ মার্চ, ২০১৪ সালে কনসোর্টিয়ামের সঙ্গে ঈ ্ গঅ চুক্তি স্বাক্ষর করে। যার প্রেক্ষিতে কনসোর্টিয়াম নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ঝঊঅ-গঊ-ডঊ-৫ সাবমেরিন কেবল স্থাপন সংক্রান্ত প্রকল্পের কার্যক্রম শুরু করে এবং যা সম্প্রতি সম্পন্ন হয়েছে। ২১ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা কমিটির সভায় ঝঊঅ-গঊ-ডঊ-৫ সাবমেরিন কেবল প্রকল্পের লঞ্চিং অনুষ্ঠান ও প্রেস কনফারেন্স আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। উল্লেখ্য, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর বিএসসিসিএল পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। -বিজ্ঞপ্তি
×