ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অতি মেধাবীরা অসুখী হয়

প্রকাশিত: ০৫:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

অতি মেধাবীরা অসুখী হয়

যত অধ্যবসায়ী হন না কেন, বিদ্যা বুদ্ধির অনেক বিড়ম্বনা রয়েছে। আর তা বুদ্ধিমান মানুষদেরই পোহাতে হয়। জীবনে তাঁদের সুখ নামক বস্তুটি থাকে না বললেই চলে। মনের শান্তি পালিয়ে যায় যুক্তির জানালা দিয়ে। কেন এমনটা হয়? গবেষকরা মনে করছেন তাঁর কারণ- তারা বলছেন, অত্যধিক চিন্তা-বুদ্ধিমান মানুষের মন হামেশা প্রশ্নশীল হয়। সমস্ত ঘটনার কারণ নিয়ে প্রচুর কৌতূহল থাকে তাঁদের। যতক্ষণ না উত্তর পান ততক্ষণ সেই নিয়েই চলতে চিন্তা আর এই চিন্তাই মনকে অশান্ত করে তোলে। উচ্চাকাক্সক্ষা-অল্পতে যেমন অনেক শেঠরা খুশি হন না, তেমনি বুদ্ধিমান মানুষও জীবনে ছোটখাটো প্রাপ্তিতে খুশি হন না। জীবন থেকে তাঁদের চাহিদা অনেক অনেক বেশি। কিন্তু জীবনে সমস্ত চাহিদা তো আর পূরণ হয় না? তাই সুখও তাঁদের জীবনে স্থায়ী হয় না। অর্থবহ আলোচনা-সবার বুদ্ধির বহর এক নয়। তাই সবার সঙ্গে সব কথা সমানভাবে আলোচনা করা যায় না। বুদ্ধিমান মানুষ তো একদমই পারেন না সবার সঙ্গে সমানভাবে মিশতে। যদি তাঁদের মনে হয় সামনের মানুষটাও তাঁর কথার অর্থ বুঝতে সক্ষম, তবেই তাঁরা সেই আলোচনায় মনোযোগ দিতে পারেন এবং আলোচনা করে সন্তুষ্ট হন। -ওয়েবসাইট অবলম্বনে।
×