ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসলামবাগে জুতা কারখানায় আগুন মৃত্যু তিন

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ইসলামবাগে জুতা কারখানায় আগুন মৃত্যু তিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার চকবাজার থানাধীন ইসলামবাগে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ইসলামবাগের চেয়ারম্যানঘাটের কাছে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। এতে শামীম মিয়া (২৮), স্ত্রী শিলা ২৩ ও শিলার বোন সালেহা (১২)-এর মৃত্যু হয়। তবে আগুন লাগার সময় শামীমের দুই শিশু সন্তান বাইরে ছিল বলে বেঁচে গেছে। ঢাকা সিটি কর্পোরেশেনের ওই এলাকার ২৯ নম্বর ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর হোসেন বাবুল জানান, ঘটনার সময় জুতার কারখানায় কাজ চলছিল। বাসাবাড়িতেও প্রতিদিনের মতো প্রাত্যহিক কাজ করছিলেন বাসিন্দারা। এ সময় আচমকা আগুন লাগে। আগুন প্রথম দেখা যায় সেখানে অবস্থিত লৌহজং কোম্পানি নামের একটি রাবারের জুতা তৈরির কারখানায়। কারখানায় জুতা ও স্যান্ডেল তৈরির কেমিক্যাল ছিল। আগুন জুতা ও কেমিক্যালে লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুন পাশের বাড়িঘরে লেগে যায়। কারখানা লাগোয়া অন্তত ৬টি টিনশেড বাড়ি ও তিনটি পাকা বাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্র বলছে, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা প্রায় আড়াইঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
×