ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি জনগণের ওপর নির্ভর না করে সন্ত্রাসের ওপর নির্ভর করে ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি জনগণের ওপর নির্ভর না করে সন্ত্রাসের ওপর নির্ভর করে ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের ওপর নির্ভর না করে সন্ত্রাসের ওপর নির্ভর করে। তাই তারা পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করে। কানাডার আদালত বলেছে বিএনপি সন্ত্রাসী সংগঠন। আর বিএনপি এখন বলছে, আমরা কানাডার আদালতের রায়কে প্রভাবিত করেছি। কেউ পাগল না হলে এ ধরনের কথা বলতে পারে না। শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের গণগ্রন্থাগার কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, কানাডায় বঙ্গবন্ধুর হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি পালিয়ে রয়েছে। আমরা ওই খুনীদের ফেরত চেয়েছি। কিন্তু সে দেশে মৃত্যুদ-ের বিধান না থাকায় তারা বঙ্গবন্ধুর খুনীদের ফেরত দিচ্ছে না। বিএনপি বলছে সরকার সে দেশের আদালতের রায়কে প্রভাবিত করেছে। তারা দেউলিয়া না হলে এ ধরনের কথা বলতে পারে না। আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর সংগ্রামের ফসল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ প্রথমে বঙ্গবন্ধু এবং তারপর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণদান করেন। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বেগম মতিয়া চৌধুরী আরও বলেন, যারা জাতিসংঘে বাংলায় ভাষণ দিতে লজ্জা পেয়েছে তারা এ দেশী নয়। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিনি যা করেছেন জাতি হিসেবে সত্যি তা লজ্জাকর। মতিয়া চৌধুরী বলেন, শ্রমিক অধিকার আদায়ে ১ মে শ্রমিকরা জীবন দেয়ায় এ দিনটিকে যেমন মে দিবস হিসেবে পালন করা হয়, তেমনি ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দেয়ায় এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাঙালী যখন কোন সংগ্রামের শপথ নিয়েছে তখন কেন্দ্রীয় শহীদ মিনার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থা এত সুন্দর ছিল না। তিনি বলেন, বই পড়লেই শুধু আলোকিত মানুষ হওয়া যায় না। আলোকিত মানুষ হওয়ার জন্য অন্ধকার থেকে আলোর পথে আসতে হয়। কৃষক লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ সংগঠনের সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, ওমর ফারুক, ছবি বিশ্বাস এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।
×