ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সরকারের বহুমুখী প্রকল্প প্রতিহত করবে বিএনপি ॥ আমির খসরু

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সরকারের বহুমুখী প্রকল্প প্রতিহত করবে বিএনপি ॥ আমির খসরু

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে বর্তমান সরকার বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের এসব প্রকল্প প্রতিহত করতে দলকে সংগঠিত করে রাজপথে নামবে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়া পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে যে সকল মিথ্যা মামলা হচ্ছে তা জাতির সামনে তুলে ধরতে হবে। সবাই জানে মামলার পিছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আর সে উদ্দেশ্য হচ্ছে শুধু ক্ষমতা ধরে রাখা। ক্ষমতা ধরে রাখার জন্য সরকার একটি বহুমুখী প্রকল্প করছে। বহুমুখী প্রকল্পের মধ্যে একটি হচ্ছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেশবাসীর কাছে, মানুষের কাছে যেতে দিবেন না। মিথ্যা মামলা দিয়ে তাকে ব্যস্ত রাখবে। তারেক রহমানকেও একইভাবে ব্যস্ত রাখবে। বিএনপির অন্য নেতাকর্মীদেরও এভাবে ব্যস্ত রাখবে। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপির পরিষ্কার অবস্থান নিতে হবে বলে মন্তব্য করে আমির খসরু বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব দিয়ে ভাল কাজ করেছে বিএনপি। এর ফলে একটি মুক্ত আলোচনার পথ আমরা সৃষ্টি করে দিয়েছি। সরকার সব কিছু উপেক্ষা করে দলীয় সিদ্ধান্ত দিয়েছে। তবে জাতির কাছে বিএনপির প্রস্তাবনা দিয়ে সবচেয়ে বৃহত্তম দল হিসেবে নৈতিক দায়িত্ব পালন করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার আলোচনার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত হয় সেটি বিএনপি পালন করেছে। নির্বাচনকালীন সরকারের ব্যাপারেও আমরা তাই করব। প্রস্তাবনায় সকল দলের মুক্ত আলোচনার প্রস্তাব থাকবে। আমির খসরু অভিযোগ করেন, নির্বাচনের সঙ্গে যে সকল প্রতিষ্ঠান জড়িত আছে সরকার সেখানে প্রভাব বিস্তার করছে। আগামী দিনে বিএনপিসহ অন্য যারা তাদের প্রতিপক্ষ হতে পারে তাদের বিরুদ্ধে আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো অন্তসারশূন্য। সরকার তার বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করে যাচ্ছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নাল আবেদিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মুস্তাহিদুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, সহকারী মহাসচিব আবদুল্লাহিল মাসুদ প্রমুখ। নতুন কমিটির দাবিতে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচী ॥ মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। শনিবার দুপুরে সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান করে এ কর্মসূচী পালন করে। দুপুর ১২টা থেকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করে ছাত্রদলের নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষণার দাবিতে বিভিন্ন সেøাগান দিতে থাকে। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করে তারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খুঁজতে থাকে। সে সময় রিজভী সেখানে না থাকায় তারা প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে। পরে সেখানে উপস্থিত বিএনপির নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক আউয়াল খান ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কাছে অবিলম্বে ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা করার বিষয়টি জানিয়ে তারা বেরিয়ে আসেন। কৃষক দলের জাতীয় সম্মেলন ১১ মার্চ ॥ পূর্ব নির্ধারিত সময় অনুসারে আগামীকাল সোমবার বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে নতুন সময়সূচী অনুসারে আগামী ১১ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে কৃষক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
×