ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের পুতুল ভার্সন

প্রকাশিত: ০৫:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ট্রাম্পের পুতুল ভার্সন

এর আগে পুঁচকে ট্রাম্পের ছবি বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। এবার দানব আকৃতির ট্রাম্পের এক পুতুল ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের চাক উইলিয়াম নামের এক শিল্পী ট্রাম্পের এই খেলনা পুতুল বানিয়েছেন। তবে মজার বিষয় হলো পুতুলটিকে ‘ট্রল ডল’ বলা হলেও এটির সাইজ কিন্তু বেশি নয়। আবার পুতুলটির অন্যান্য অঙ্গের তুলনায় এটির একটি বিশেষ অঙ্গকে অত্যন্ত ছোট করে তৈরি করা হয়েছে। আর এই পুতুলের হাতে দেয়া হয়েছে একটি এ্যান্ড্রয়েড মোবাইল। হাতে মোবাইল দেয়ার বিষয়ে বলা হয়েছে, এই পুতুল প্রেসিডেন্ট টুইট করার জন্য সদা প্রস্তুত থাকে। ৫৬ বছর বয়সী চাক উইলিয়াম পেশায় একজন ভাস্কর। ক্যালিফোর্নিয়ার ওয়াল্ট ডিজনি কোম্পানিতে দীর্ঘ ৩০ বছর সিনিয়র ভাস্কর হিসেবে কাজ করেছেন। বিশেষ করে চলচ্চিত্র নির্মাণের জন্য নানা ভাস্কর্য, থিমপার্ক ও খেলনা তৈরি করেন তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যারপরনাই নাখোশ চাক উইলিয়াম। তাই দেশের কমান্ডার ইন চীফকে নিয়ে এভাবে তার আবেক প্রকাশ করেছেন বলে জানান। তিনি বলেন, আমি বিস্মিত যে ট্রাম্পের মতো একজন লোক দেশের প্রেসিডেন্ট হলেন? আর তাই এই ব্যঙ্গ পুতুল তৈরির মাধ্যমে আমি আমার আবেগ প্রকাশ করতে চেয়েছি। তিনি আরও বলেন, আমি এখানে ট্রাম্পের হাতকে অপেক্ষাকৃত ছোট করে বানিয়েছি। এটাও আমার ক্ষোভের বহির্প্রকাশ। এই পুতুলটি তৈরি করতে নরম প্লাস্টিক ব্যবহার করেন উইলিয়াম। পুতুলটি তৈরির পর এটির ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করেন তিনি। এরপর অল্প সময়ের মধ্যে তার ফেসবুক বন্ধুরা এটি তৈরি করে বাজারে ছাড়ার পরামর্শ দেয়। এখন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য ভাল কোম্পানি খুঁজছেন উইলিয়াম।-হাফিংটন পোস্ট অবলম্বনে।
×